ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মিরাজকে অধিনায়ক করে ওয়ানডে সিরিজের দল ঘোষণা

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬:১৩, ২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৬:৫৩, ২ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

মিরাজকে অধিনায়ক করে ওয়ানডে সিরিজের দল ঘোষণা

জ্যামাইকায় সম্মান বাঁচানোর লড়াই করছে বাংলাদেশ টেস্ট দল। এরপরই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে টাইগাররা। আর এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে দলকে নেতৃত্ব দিবেন মেহেদী হাসান মিরাজ।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে কুঁচকিতে চোট পান শান্ত। যে কারণে মিস করছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। এবার ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি। তাই টেস্টের পর ওয়ানডে সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন মিরাজ।

এ ছাড়াও এই সিরিজে থাকছেন না মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়কেও। তারাও চোটের কারণে ছিটকে গেছেন আসন্ন এই সিরিজ থেকে। তবে প্রায় এক বছর পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন।

অন্যদিকে বাদ পড়েছেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজে খেলা জাকির হাসান। তবে জায়গা ধরে রেখেছেন সদ্য অভিষেক হওয়া নাহিদ রানা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

জনপ্রিয়