ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আইসিসির কাছ থেকে সুখবর পেলেন নারী ক্রিকেটাররা

খেলা

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ১৭:৩০, ৩ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

আইসিসির কাছ থেকে সুখবর পেলেন নারী ক্রিকেটাররা

ঘরের মাঠে আয়ারল্যান্ডকে তিন ওয়ানডের সিরিজে ধবলধোলাইয়ের পরই নতুন সুখবর পেলেন বাংলাদেশের কয়েকজন নারী ক্রিকেটার। আইসিসির হালনাগাদ র‍্যাংকিংয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ অনেকেই উন্নতি করেছেন।

সদ্য শেষ হওয়া সিরিজে চমৎকার বোলিং করে র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন নাহিদা। ব্যাটিংয়ে উন্নতি করেছেন ফারজানা হক ও নিগার সুলতানারা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) আইসিসির হালনাগাদ র‍্যাংকিংয়ে দেখা যায়, বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন নাহিদা। ওয়ানডে বোলিংয়ে বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ অবস্থান।

এদিকে আইরিশ ব্যাটারদের ত্রাস সুলতানা খাতুন ২৩ ধাপ এগিয়ে দখলে নিয়েছেন ৩১তম স্থান। সদ্য সমাপ্ত সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট শিকার করেন তিনি। 

অন্যদিকে ব্যাটিংয়ে তিন ম্যাচে তিন ফিফটিতে ৬ ধাপ এগিয়ে ১৬ নম্বরে আছেন ফারজানা হক। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে তিনিই।

তিন ম্যাচে ৮৬ রান করে ১১ ধাপ উন্নতি হয়েছে নিগারের। তিনি আছেন ২৮তম স্থানে। আর দেড় বছর পর সিরিজ রাঙানো শারমিন সুপ্তাও ৪৩তম স্থান নিয়ে র‍্যাঙ্কিংয়ে ফিরেছেন। আইরিশদের বিপক্ষে পুরো সিরিজে সর্বোচ্চ ২১১ রান করেছেন সুপ্তা।

জনপ্রিয়