ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব

খেলা

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৭:৩৫, ৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৭:৩৬, ৩ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব

ইংলিশ কাউন্টিতে খেলতে গিয়ে বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। কাউন্টির চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ান-এর একটি ম্যাচে তার অ্যাকশন নিয়ে দুই আম্পায়ার সন্দেহ প্রকাশ করেন। সেই সন্দেহ দূর করতে এবার বোলিংয়ের পরীক্ষা দিলেন সাবেক এই বিশ্বসেরা অল-রাউন্ডার।

১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ঘরোয়া বা আন্তর্জাতিক কোনো পর্যায়েই সাকিবের অ্যাকশন নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি। এবার সেই ঘটনা ঘটায় সোমবার ইংল্যান্ডের বার্মিংহামের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে সাকিব তার বোলিংয়ের পরীক্ষা দিয়েছেন। সেখানকার বিশেষজ্ঞদের সামনে সাকিবকে মোট চার ওভার বোলিং করতে হয়েছে। বোলিং পরীক্ষা দেয়ার পর সাকিব আশাবাদী, তার বোলিংয়ে কোনো ত্রুটি ধরা পড়বে না।

উল্লেখ্য, রাজনৈতিক পালাবদলের কারণে দীর্ঘদিন ধরেই দেশে ফিরতে পারছেন না আওয়ামী লীগের সাবেক সাংসদ সাকিব। জাতীয় দলের হয়েও তাকে এখন আর খেলতে দেখা যায় না। দল পাননি আগামী আইপিএলেও। গত সেপ্টেম্বরে সারের হয়ে একটিমাত্র কাউন্টি ম্যাচ খেলেছিলেন সাকিব। ম্যাচটির দুই ইনিংসে ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট নেন সাকিব। ওই ম্যাচেই তার বোলিং নিয়ে সন্দেহের সৃষ্টি হয়।

সাকিবকে অবশ্য ত্রুটিপূর্ণ অ্যাকশনের জন্য নিষিদ্ধ করা হয়নি বা কোনোরকম শাস্তি দেওয়া হয়নি। বরং ধারণা করা হচ্ছিল, আঙুলের পুরোনো চোটের কারণেই তার অ্যাকশনে গড়বড় হয়ে থাকতে পারে। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীনে কোনো টুর্নামেন্টে খেলতে হলে তাকে অবশ্যই বোলিং অ্যাকশনের ছাড়পত্র নিতে হবে। সে কারণেই তাকে ইসিবি অনুমোদিত লাফবরো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হলো।

জনপ্রিয়