ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

চা শ্রমিকের বেশে চমকে দিলেন দুই অধিনায়ক

খেলা

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৭:০২, ৪ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

চা শ্রমিকের বেশে চমকে দিলেন দুই অধিনায়ক

ঘরের মাঠে ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার সামনে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের ট্রফি উন্মোচনে দারুণ এক চমক দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেটের চা বাগানে শ্রমিকের বেশে ট্রফি হাতে পোজ দিলেন দুই অধিনায়ক।

ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিবির পক্ষ থেকে লেখা হয়েছে, ‘সিলেটের ঐতিহ্যবাহী চা বাগানে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। তারা্ ১৭৫ বছরের পুরনো ঐতিহাসিক মালনীছড়া চা বাগানে সিরিজের ট্রফি উন্মোচন করলেন।’

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বললেন, আয়ারল্যান্ডকে হালকাভাবে নিচ্ছেন না। সিরিজে ভালো করার মানসিকতার কথাও শুনিয়েছেন তিনি।

বৃহস্পতিবার তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটি গড়াচ্ছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। আগেরদিন সংবাদ সম্মেলনে সিরিজ নিয়ে জ্যোতি আত্মবিশ্বাসী কথাই শুনিয়েছেন।

‘ওয়ানডে সিরিজের পর দল বেশ উজ্জ্বীবিত, সেটা যেন ধরে রাখতে পারি এ সিরিজে। আমরা বেশিরভাগ সিলেটে খেলি, কিন্তু এখানকার উইকেট বেশি ভালো। সংস্করণ যেহেতু ভিন্ন, কোনকিছু হালকাভাবে নেয়ার কিছু নেই। ম্যাচ অনুযায়ী খেলে যাওয়াটাই মনে হয় আমার কাছে বুদ্ধিমানের হবে। টি-টুয়েন্টিতে কিছু পরিবর্তন আছে। সুপ্তা আপু ভালো খেলার জন্য তাকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলে কিছু খেলোয়াড় আসবে যারা মূলত টি-টুয়েন্টি দলে খেলে। সেদিক থেকে দলকে নিয়ে আমি আত্মবিশ্বাসী।’

সিরিজের পরিকল্পনা নিয়ে উইকেটকিপার-ব্যাটার জ্যোতি বললেন, ‘খেলোয়াড়রা ভালো ফর্মে আছে এবং গুরুত্বপূর্ণ হল আমাদের সেই ধারাবাহিকতা থাকবে কিনা। ভিন্ন পরিবেশ, ভিন্ন সংস্করণ, অবশ্যই আমাদের চিন্তাভাবনা করেই খেলতে হবে। প্রথম ম্যাচ আমাদের জন্য অনেকবেশি গুরুত্বপূর্ণ। ওয়ানডেতে যেটা হয়েছে, প্রথম ম্যাচ ভালো খেলার কারণে সিরিজ জেতা আমাদের জন্য সহজ হয়েছে।’

‘অবশ্যই সিরিজ জেতার চিন্তাভাবনা আছেই। আমার মনে হয় এখন আমরা অন্যরকম ছন্দে আছি। এই মোমেন্টাম ধরে রাখতে পারলে দলের জন্য অনেক বড় অর্জন হবে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আয়ারল্যান্ড ওয়ানডেতে একরকম খেলেছে, কিন্তু তারা টি-টুয়েন্টি ভালো খেলে। সেদিক থেকে তাদের হালকাভাবে নেয়ার কিছু নেই।’

জনপ্রিয়