চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে অভিষেকের পর থেকে ২০ ম্যাচে ১০ গোল করেছেন এমবাপ্পে। এর মধ্যে ওপেন প্লে থেকে ৭ গোল। বাকি তিন গোল পেনাল্টি থেকে। গোল করার করার পাশাপাশি পেনাল্টি থেকে মিসও করেছেন ২টি।
রিয়ালে যোগ দেয়ার পর থেকে ৫টি পেনাল্টি নিয়েছেন এমবাপ্পে। এর মধ্যে ৩টি গোল করতে পারলেও ২টি মিস করেছেন। যার মধ্যে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলের বিপক্ষে একটি মিস আছে। গতরাতেও আতলেতিকো বিলবাওয়ের বিপক্ষে পেনাল্টি মিস করেছেন।
এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে দুইটি পেনাল্টি মিস তার। যে দুই ম্যাচে পেনাল্টি মিস করেছেন দুটি ম্যাচেই হেরেছে রিয়াল।
বিলবাওয়ের বিপক্ষে পেনাল্টি মিসের পর তার পারফরম্যান্স লেভেল নিয়ে প্রশ্ন উঠেছে আরো জোরেশোরে। ২০২৪ খ্রিষ্টাব্দে এমবাপ্পের পেনাল্টি মিসের সংখ্যা ৪টি।
এর মধ্যে এই বছরের শুরুতে পিএসজির হয়ে করেছেন ২টি। বাকি ২টি রিয়ালের জার্সিতে।
এমবাপ্পের পেনাল্টি মিসের ম্যাচে বিলবাওয়ের বিপক্ষে খালি হাতেই মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল। ২-১ গোলের ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ।