অর্জনের পালা যখন শেষ, ফুটবলকে উপভোগ করতে ইউরোপিয়ান ফুটবলের পাট চুকিয়ে ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছিলেন মেসি। কিন্তু আর্জেন্টাইন মহাতারকাকে আবারও খেলতে হবে ইউরোপের ক্লাবের বিপক্ষে! শুধু ইউরোপই নয়, একইসঙ্গে ব্রাজিলের ক্লাবের বিপক্ষেও খেলা নিশ্চিত মেসির ইন্টার মায়ামির।
গত অক্টোবরেই বিষয়টা নিশ্চিত হয়েছিল, নতুন রূপে হাজির হতে যাওয়া ফিফা বিশ্বকাপে জায়গা পেয়েছে মেসির মায়ামি। এরপর থেকেই অপেক্ষা ছিল, মায়ামির প্রতিপক্ষ কে হয় সেটা দেখার। গতকাল বৃহস্পতিবার রাতে সে অপেক্ষার অবসান হয়েছে। ব্রাজিলের ক্লাব পালমেইরাসের সঙ্গে পর্তুগালের ক্লাব পোর্তো ও মিশরের ক্লাব আহলির সঙ্গে গ্রুপ ‘এ’তে জায়গা হয়েছে মেসিদের।
ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে খেলেন তরুণ প্রতিভা উইলিয়ান এস্তেভাও। তরুণ এ ফুটবলার মেসিনিও নামে পরিচিত, কেউ তাঁকে ডাকেন ব্রাজিলের মেসি। মেসির সঙ্গে এস্তেভাওয়ের মুখোমুখি লড়াই বাড়তি আকর্ষণ যোগ করবে ক্লাব বিশ্বকাপে।
মেসিদের গ্রুপটা অবশ্য অন্যসব গ্রুপের তুলনায় সহজই বলা যায়। সে দিক বিবেচনায় নেইমারের ভাগ্যটা খুব বেশি সুপ্রসন্ন ছিল না। ব্রাজিলিয়ান সুপার স্টারের ক্লাব আল হিলাল গ্রুপ পর্বে সঙ্গী হিসেবে পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রেয়াল মাদ্রিদকে। নেইমার-ভিনিসিয়ুসদের সঙ্গে ‘এইচ’ গ্রুপে অপর দুই দল হলো পাচুকা ও সালসবুর্গ।
আগামী বছর হতে যাওয়া ৩২ দলের এ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ১২টি স্টেডিয়ামে। গতকাল মায়ামিতে অনুষ্ঠিত হওয়া ড্রতে চারটি করে দল নিয়ে ৮টি গ্রুপ করা হয়েছে। গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। এরপর প্রতি গ্রুপ থেকে দুটি করে দল জায়গা পাবে শেষ ষোলোতে। আগামী বছরের ১৫ জুন শুরু হয়ে এ টুর্নামেন্টের পর্দা নামবে ১৩ জুলাইয়ের ফাইনাল দিয়ে।
ক্লাব বিশ্বকাপের পরের বছর, ২০২৬ সালে ফিফা বিশ্বকাপের সহ-আয়োজেক যুক্তরাষ্ট্র। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে আয়োজক হিসেবে আছে কানাডা ও মেক্সিকো। ফিফা বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপের আয়োজনকে ‘ড্রেস রিহার্সেল’ হিসেবেই দেখা হচ্ছে।
ক্লাব বিশ্বকাপে কোন গ্রুপে কারা:
গ্রপ এ: পালমেইরাস, পোর্তো, আল আহলি, ইন্টার মায়ামি।
গ্রুপ বি: পিএসজি, আতলেতিকো মাদ্রিদ, বোতাফোগো, সিয়াটল।
গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা।
গ্রু ডি: ফ্লামেঙ্গো, ইএস তুনিস, চেলসি, লিওঁ।
গ্রুপ ই: রিভার প্লেত, উরাওয়া, মন্তেরেই, ইন্তের মিলান।
গ্রুপ এফ: ফ্লুমিনেন্স, বরুসিয়া ডর্টমুন্ড, উলসান, মামেলোদি সানডাউনস।
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, ওয়াইদাদ, আল আইন, ইউভেন্তুস।
গ্রুপ এইচ: রেয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুকা, সালজবুর্গ।