ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সিরাজের ‘১৮১.৬ কিলোমিটার’ গতির বল নিয়ে হইচই

খেলা

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১২:০০, ৭ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৭:০৯, ৭ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

সিরাজের ‘১৮১.৬ কিলোমিটার’ গতির বল নিয়ে হইচই

ক্রিকেট ইতিহাসে ১৬১.৩ কিলোমিটার গতির একটি বল করেছিলেন পাকিস্তানি স্পিডস্টার শোয়েব আখতার। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সেই বলটিই এখন পর্যন্ত ইতিহাসের সর্বোচ্চ গতির ডেলিভারি হিসেবে রেকর্ড করা হয়েছে। কিন্তু চলতি অ্যাডিলেড টেস্টে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের একটি বলের গতি দেখে চক্ষু চড়কগাছ হয়ে গেছে সবার।

 শুক্রবার অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২৫তম ওভারটি করতে আসেন সিরাজ। তার পঞ্চম বলটি কাট করে চার মারেন মার্নাস লাবুশেন। স্পিডমিটারে এই বলটির গতি দেখা যায় ঘণ্টায় ১৮১.৬ কিলোমিটার! চোখ কপালে ওঠার মতোই ঘটনা। সিরাজ সাধারণত ১৪০ কিলোমিটারের আশপাশেই বোলিং করেন। ১৫০ কিলোমিটারেও যেতে পারেন না। সেখানে নাকি ১৮১!

গতি পরিমাপের এই প্রযুক্তিগত ভুল অবশ্য দ্রুতই সংশোধন করে নেন সম্প্রচারকারী প্রতিষ্ঠান। তবে তার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভুলের স্ক্রিনশট। ক্রিকেট খেলার পাশাপাশি তেলেঙ্গানা রাজ্য পুলিশের ডিএসপি সিরাজকে নিয়ে শুরু হয় হাসাহাসি। একজন মজা করে লিখেছেন, ‘একমাত্র ডিএসপি সিরাজই এত জোরে বোলিং করতে পারেন।’ আরেকজনের মন্তব্য, ‘ডিএসপি সিরাজকে স্পিডমিটারও ভয় পেয়েছে!’

অথচ, এতে বেচারা সিরাজের কী দোষ বলুন? ভুল তো করেছে স্পিডোমিটার। এর আগে ২০২১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচে পাকিস্তানি পেসার হাসান আলীর বলের গতি দেখিয়েছিল ঘণ্টায় ২১৯ কিলোমিটার!

জনপ্রিয়