ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আন্দোলনে শহীদদের শিরোপা উৎসর্গ করলো রংপুর রাইডার্স

খেলা

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৩:১৫, ৭ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

আন্দোলনে শহীদদের শিরোপা উৎসর্গ করলো রংপুর রাইডার্স

গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে শিরোপা জিতেছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। ফাইনালে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। ট্রফি জয়ের পর শিরোপা বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের উৎসর্গ করেছেন রংপুরের অধিনায়ক সোহান।

শনিবার (৭ ডিসেম্বর) গায়ানা প্রভিডেন্স স্টেডিয়ামে গ্লোবাল সুপার লিগের ফাইনাল ম্যাচে ভিক্টোরিয়ার মুখোমুখি হয় রংপুর। টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসের নির্ধারিত ওভার শেষে ১৭৮ রান করে রংপুর। জবাব দিতে নেমে ১৮ ওভার ১ বলে ১২২ রান করে অলআউট হয় ভিক্টোরিয়া। 

 জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের উদ্দেশে জয় উৎসর্গের কথা জানান রংপুরের অধিনায়ক সোহান। তিনি বলেন, 'আমাদের দেশে জুলাই-আগস্টে অনেক নিরীহ মানুষ মারা গিয়েছেন। এই জয় আমি তাদেরকে উৎসর্গ করতে চাই।'
 
গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে গ্লোবাল সুপার লিগ। পাঁচ দলের টুর্নামেন্টে অংশ নিয়েছে বিশ্বের পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধি দল। বাকি চার দলকে পেছনে ফেলে শেষমেশ শিরোপা ঘরে তুলেছে রংপুর।
 
পুরো টুর্নামেন্টের মতোই ব্যাট হাতে ফাইনাল ম্যাচে ঝলক দেখিয়েছেন সৌম্য সরকার। ৫ ছক্কা ও ৭ চারে তার ৫৪ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংসই মূলত দলকে জয়ের পথ দেখিয়েছে। ব্যাটিংয়ের শুরুতে তাকে ভালো সঙ্গ দিয়েছেন আরেক ওপেনার স্টিভেন টেলর। যুক্তরাষ্ট্রের এই ওপেনারের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১২৪ রান তোলেন সৌম্য।  

৪৯ বলে ৬৮ রান করে টেলর বিদায় নিলেও শেষ পর্যন্ত উইকেটে ছিলেন সৌম্য। দলের আর কেউ তেমন বড় রানের দেখা না পেলেও শেষদিকে ঝোড়ো ব্যাটিং করে রংপুরকে ১৭৮ রানের পুঁজি এনে দেন এই ব্যাটার।

জবাব দিতে নেমে জো ক্লার্কের ব্যাটে ভালো শুরু পেলেও সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভিক্টোরিয়া। ৩.২ ওভারে দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়ার দলটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি ১২২ রানে অলআউট হয়। ভিক্টোরিয়ার হয়ে ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেছেন জো ক্লার্ক। ব্ল্যাক ম্যাকডোনাল্ড ১৬ ও কারিমা গোর করেন ১৩ রান।

রংপুরের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন যুক্তরাষ্ট্রের স্পিনার হারমিত সিং। দুটি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদী, সাইফ হাসান ও রিশাদ হোসেন।

জনপ্রিয়