ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে (এমএলএস) এবারই প্রথম পূর্ণ মৌসুম খেলেছেন লিওনেল মেসি। দলকে জিতিয়েছেন সাপোর্টাস শিল্ড পুরস্কার। এতেই প্রথম পূর্ণ মৌসুমেই এমএলএসের বর্ষসেরার পুরস্কার জিতেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। পেয়েছেন আমেরিকান মেজর সকার লিগের (এমএলএস) ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ অ্যাওয়ার্ড। এটি আর্জেন্টাইন খুদেরাজের ক্যারিয়ারের ৭৯তম ব্যক্তিগত অ্যাওয়ার্ড।
গত আসরের ফুটবল বিশ্বকাপ জয়ের মহানায়ক লিওনেল মেসি। ক্যারিয়ারের অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে পারফরম্যান্সের যেন কোনো কমতি নেই। ক্যারিয়ারের শেষদিকে এসেও সবার শির্ষে রয়েছেন তিনি। ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর থেকে দলকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। গত কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোটের কারণে মেজর লিগ সকারের (এমএলএস) শুরুতে ছিলেন না লিওনেল মেসি। রেগুলার সিজনে ইন্টার মায়ামির রেকর্ড ভাঙার কারিগর ছিলেন তিনি।
এমএলএসের এই মৌসুমে মায়ামি পেয়েছে রেকর্ড ৭৪ পয়েন্ট। সেখানে মেসি অবদান রেখেছেন ৩৬ গোলে। ইনজুরি থেকে ফিরে মাত্র ১৯ ম্যাচ খেলে ২০ গোলের পাশাপাশি ১৬টি অ্যাসিস্ট, লিগ ইতিহাসের এক মৌসুমে যা ৫ম সর্বোচ্চ। তার অবদানেই মায়ামি প্রথমবারের মতো জিতেছে সাপোর্টার্স শিল্ড।
মায়ামি ও মেসির মৌসুম শেষ হয় এমএলএস কাপ প্লে অফের প্রথম রাউন্ড থেকে হতাশার বিদায়ে।
দশম সাউথ আমেরিকান হিসেবে মেসি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন। এছাড়া লুসিয়ানো আকোস্তা, ডিয়েগো ভ্যালেরি, গুইলেরমো বারোস শেলোত্তো ও ক্রিস্টিয়ান গোমেজের পর পঞ্চম আর্জেন্টাইন হিসেবে এই পুরস্কার পেলেন তিনি।
পুরস্কার পাওয়ার পর মেসি বলেন, ‘‘এই পুরস্কারটি আমি ভিন্ন এক পরিস্থিতিতে, শনিবারের ফাইনালের সময় নিতে চাইতাম। এবারের এমএলএসে আমাদের অনেক বড় স্বপ্ন ছিল। সেটা হয়নি। পরের মৌসুমে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে চেষ্টা করব।’’