ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

১৩৫ রানের লক্ষ্য দিলো আয়ারল্যান্ড

খেলা

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৬:০৫, ৭ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৬:১৭, ৭ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

১৩৫ রানের লক্ষ্য দিলো আয়ারল্যান্ড

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত সফরকারীদের। এই লক্ষ্যে আগে ব্যাট করে টাইগ্রেসদের ১৩৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে আইরিশরা।

শনিবার (৭ ডিসেম্বর) টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করে দুই আইরিশ ওপেনার গ্যাবি লুইস এবং অ্যামি হান্টার। কিন্তু ইনিংস বড় করতে পারেননি কেউই। ১৪ রান করে লুইস আউট হলে ২৩ রান করে তাকে সঙ্গ দেন হান্টার।

তিনে ব্যাট করতে নেমে রান তুলতে থাকেন ওরালা প্রেন্ডারগাস্ট। ২৫ বলে ৩২ রানের ইনিংস খেলেন এই আইরিশ ব্যাটার। এরপর লরা ডেলানিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন লেয়াহ পল। কিন্তু ১৮তম ওভারে জাহানারার বলে ক্যাচ আউট হন ১৬ রান করা পল।
শেষ দিকে ডেলানি ৩৫ রানে আউট আউট হলে, রাহ ফোর্বস ৪ রান এবং রেবেকা স্টোকেলে অপরাজিত ৯ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে আয়ারল্যান্ড।

বাংলাদেশের হয়ে দুই উইকেট শিকার করেন নাহিদা আক্তার। এ ছাড়াও জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস এবং ফাহিমা খাতুন একটি করে উইকেট।


 

জনপ্রিয়