মিরপুরে ওয়ানডে সিরিজে পাত্তা পায়নি আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। তারাই এবার টি-২০ ফরম্যাটে বাংলাদেশ দলকে পাত্তা দিচ্ছে না। সিলেটে প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা।
শনিবার (৭ ডিসেম্বর) দ্বিতীয় টি-২০তে জিতেছে ৪৭ রানের বড় ব্যবধানে। এক ম্যাচ হাতে থাকতে বাংলাদেশ নারী ক্রিকেট দল সিরিজ হেরেছে।
এদিন টস জিতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড নারী দল। ওপেনিংয়ে ৩৪ রানের ভালো শুরু পায় তারা। ওই শুরুর ওপর দাঁড়িয়ে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে আইরিশ নারীরা। দলটির প্রথম পাঁচ ব্যাটারই রান পেয়েছেন।
ওপেনার অ্যামি হান্টার ২৩ বলে চারটি চারের শটে ২৩ রান করেন। অন্য ওপেনার গ্যাবি লেইস ১৪ রান করে সাজঘরে ফেরেন। অর্লা প্রিন্ডারগাস্ট ২৫ বলে ৩২ রান করেন। পাঁচটি চার ও একটি ছক্কা মারেন এই অলরাউন্ডার। লিয়াহ পল যোগ করেন ১৬ রান। লওরা ডিলানির ব্যাট থেকে ৩৫ রানের ইনিংস আসে।
জবাবে নিগার সুলতানার দল ১৭.১ ওভারে মাত্র ৮৭ রান তুলে অলআউট হয়। চারে নেমে শারমিন আক্তার ৩৮ রান করেন। স্বর্ণা আক্তার ২০ রান যোগ করেন। আর কেউ পাননি বলার মতো রান। আইরিশদের হয়ে অর্লা ১৩ রানে ৩ উইকেট তুলে নেন। আরলেনি কেলি ও লওরা ডিলানি ২টি করে উইকেট দখল করেন।