ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আজ বাংলাদেশে আসছে চ্যাম্পিয়নস ট্রফি

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪:০৮, ৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৪:৪৬, ৯ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

আজ বাংলাদেশে আসছে চ্যাম্পিয়নস ট্রফি

২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। ভারতের পক্ষ থেকে টুর্নামেন্টের আয়োজক পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আগেই জানানো হয়েছিল। পরবর্তীতে হাইব্রিড মডেলের প্রস্তাব দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। অর্থাৎ নিজেদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে খেলতে চেয়েছিল টিম ইন্ডিয়া।

তবে ভারতের হাইব্রিড মডেল প্রত্যাখ্যান করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরে শর্তসাপেক্ষে ভারতের প্রস্তাব মেনে নেয়ার ইঙ্গিত দিয়েছিল পাকিস্তান। কিন্তু শর্ত মানতে রাজি হয়নি ভারতও। ফলে এখনও ঝুলে আছে চ্যাম্পিয়ন ট্রফির ভাগ্য। এমনকি সূচি প্রকাশ করাও সম্ভব হয়নি।

পাকিস্তান-ভারতের এমন অনড় অবস্থানের কারণে অচলাবস্থা কবে কাটবে, তাও নিশ্চিত নয়। তবে এসবের মধ্যেও থেমে নেই চ্যাম্পিয়নস ট্রফির বিশ্বভ্রমণ। যে পরিক্রমায় এবার ট্রফিটি আসতে যাচ্ছে বাংলাদেশে। রোববার (৮ ডিসেম্বর) রাতে ট্রফির বাংলাদেশ ভ্রমণের বৃত্তান্ত জানা গেছে।

দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’-এর তত্ত্বাবধানে চ্যাম্পিয়নস ট্রফির বিশ্বভ্রমণ পর্ব শুরু হয়েছে আয়োজক পাকিস্তান থেকে। গত ১৬ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ট্রফিটির অবস্থান ছিল পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে।

স্বাগতিকদের পর্ব শেষ করে ট্রফিটি আফগানিস্তানে যায় গত ২৬ নভেম্বর। দুই দিনের সফর শেষ হয় ২৮ নভেম্বর। সোমবার (৯ ডিসেম্বর) শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ সফর। ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফিটি বাংলাদেশেই অবস্থান করবে।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশে প্রথম জনসমক্ষে দেখা যাবে মঙ্গলবার (১০ ডিসেম্বর), রাখা হবে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে। এদিন সৈকতের লাবণী পয়েন্টে (সীমান্ত সম্মেলেনকেন্দ্র ঊর্মির সামনে) প্রদর্শন করা হবে ট্রফিটি। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফিটি সেখানে রাখার পর ঢাকায় নিয়ে আসা হবে।

ঢাকায় অবস্থানরত উৎসাহীরা চ্যাম্পিয়নস ট্রফি দেখতে পাবেন ১২ ডিসেম্বর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে। সেদিন জনসাধারণের দর্শনের জন্য ট্রফি রাখা হবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। পরদিন, অর্থাৎ ১৩ ডিসেম্বর ট্রফি যাবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফি সেখানে রাখা হবে।

এই প্রদর্শনী জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে। 
 

জনপ্রিয়