ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সিরিজ বাঁচানোর লড়াইয়ে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

খেলা

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৩:৪৫, ১০ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

টেস্ট সিরিজের স্বস্তি মিলিয়ে গেল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই। নিজেদের প্রিয় ফরম্যাট হওয়া সত্যেও ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে গেল বাংলাদেশ ক্রিকেট দল।

প্রথম ম্যাচে হেরে এবার বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে সিরিজ হারানোর শঙ্কা। সেই শঙ্কা নিয়েই মঙ্গলবার (১০ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরুর সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

এই ম্যাচে জিতলে সিরিজে টিকে থাকবে বাংলাদেশ। নয়তো আজই ২-০ ব্যবধানে হেরে যাবে মেহেদী হাসান মিরাজের দল। ফলে যে ভাবেই হোক আজ জয় চাই বাংলাদেশের।  

প্রথম ম্যাচের হার ভুলে দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়াতে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বলেছেন, ‘মাত্র তো একটা ম্যাচ গেল। এখনো সুযোগ আছে। পরের ম্যাচ জিততে পারলে আমরা সিরিজও জিততে পারি।’

বাংলাদেশ যেমন লড়াইয়ে টিকে থাকতে চাইবে ওয়েস্ট ইন্ডিজও চাইবে আজই সিরিজ জিতে নিতে। অধিনায়ক শাই হোপও জানালেন তেমনটাই, ‘সবচেয়ে ভালো লেগেছে ছেলেরা যেভাবে মাঠে নেমেছে এবং ১১ ম্যাচের ওই ধারা যেভাবে বদলে দিতে চেয়েছে। ব্যাপারটির নিয়ে আমরা কথা বলেছিলাম। ব্যাটে-বলে যে ধারাবাহিকতা আমরা দেখাতে পেরেছি, সেটিও দারুণ। ফিল্ডিংয়ে আমাদের আরো ভাল হতে হবে। সব মিলিয়ে আমি খুশি। রিল্যাক্সড হওয়ার সুযোগ নেই। সামনেই আরেকটি ম্যাচ। ধারাবাহিক হতে হবে আমাদের। কয়েক মাস ধরে আমরা ভালো খেলছি। তবে এটা ধরে রাখতে হবে। এই সিরিজে আরও দুবার তা করে দেখাতে হবে।’

জনপ্রিয়