জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) বুধবার (১১ডিসেম্বর) মাঠে গড়িয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট দিয়ে দীর্ঘ ২১৯ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল।
ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের বিপক্ষে চলতি বছরের ৬ মে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন এই বাঁহাতি ওপেনার। লম্বা সময় পর ফিরে ব্যাট হাতে ভালো কিছু করতে পারেননি তামিম।
সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্ট এনসিএলে রংপুরের মুখোমুখি হয় চট্টগ্রাম। যেখানে চট্টগ্রামকে ৫ উইকেটে হারিয়েছে রংপুর। চট্টগ্রামের দেওয়া ১৩৩ রানের লক্ষ্য ১৯ বল আগেই ৫ উইকেট হাতে রেখে টপকে যায় আকবর আলীর দল। সে পথে চট্টগ্রামের হয়ে ওপেনিংয়ে নেমে তামিম আউট হয়ে গেছেন মাত্র ১৩ রান করে।
সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নামে ইয়াসির আলী রাব্বির চট্টগ্রাম। যেখানে মাহমুদুল হাসানের সঙ্গে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল। ফতুল্লাতে নিজের খেলা শেষ ইনিংসে ২২ রান করা তামিমের দিকে আজ তাকিয়ে ছিলেন অনেকেই। চ্যাম্পিয়নস ট্রফির আগে দলে ফিরতে পারেন তিনি - এমন গুঞ্জন যখন চলছে, তখন এনসিএল দিয়ে ২২ গজে ফিরে প্রথম ম্যাচে ব্যর্থ তামিম।
১০ বলে ১৩ রান করে স্পিনার আনামুল হকের বলে বোল্ড হয়ে ফেরেন তামিম। বাঁহাতি এই ওপেনারের রানখরার দিনে ভুগেছে তাঁর দল চট্টগ্রামও।
মুকিদুল ইসলাম মুগ্ধ ও আলাউদ্দিন বাবুর পেসের সামনে বেশি সুবিধা করতে পারেনি চট্টগ্রাম। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩২ রান করে তামিমের দল। রংপুরের হয়ে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন মুকিদুল ইসলাম ও ৪ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট নেন আলাউদ্দিন বাবু।
১৩২ রানের জবাবে হেসেখেলেই ম্যাচ জিতেছে রংপুর। তানভীর হায়দারের ৪১ রান ও আকবর আলীর ২৫ রানের ইনিংসে ১৯ বল আগে ৫ উইকেট ম্যাচ জিতে নেয় রংপুর।