ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

৬ চার ও ৫ ছক্কায় শান্তর ৭৮ রানের ইনিংস

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫:৩২, ১৯ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

৬ চার ও ৫ ছক্কায় শান্তর ৭৮ রানের ইনিংস

চোটের কারণে চলমান ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করলেও ব্যাট হাতে ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টোয়েন্টি দিয়ে ফিরেছেন জাতীয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাঠে ফিরেই ঝড় তুললেন এই ব্যাটার। নিজের প্রত্যাবর্তনের ম্যাচে খেলেছিলেন ৮০ রানের এক ঝলমলে ইনিংস। তবে এরপর টানা তিন ম্যাচে সেই অর্থে রান পাননি টাইগাররা কাপ্তান । 

অবশেষে ব্যাট হাতে জ্বলে উঠলেন জাতীয় দলের এই অধিনায়ক। খেললেন ৭৮ রানের এক ইনিংস। জেতালেন দলকেও। সিলেটে এদিন নিজেদের শেষ ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন শান্ত। ওপেনিংয়ে নেমে খেলেছেন ৪৮ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৮ রানের ইনিংস। যার সুবাদে নির্ধারিত ওভারে ৮ উইকেট খরচায় ১৮১ রানের পুঁজি পায় রাজশাহী।

চলমান ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টোয়েন্টি থেকে রাজশাহীর বাদ পড়া আগেই নিশ্চিত হয়ে গেলেও টিকে ছিল সিলেট। তবে সেই সমীকরণ মেলাতে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জিততে হতো তাদের। ম্যাচ জিততে ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে সিলেটকে জিশান আলম স্বপ্ন দেখালেও শেষদিকে আর সেটি সম্ভব হয়নি। জিশান ৬০ রান করে সাজঘরে ফিরলে ধস নামে সিলেটের ব্যাটিংয়ে। 

১২৬ থেকে ১৪২- আসাদউজ্জামানের দাপুটে বোলিং আর শান্তর ‘কিপটে’ বোলিংয়ে মাত্র ১৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে সিলেট। শেষ পর্যন্ত দলটির ইনিংস থামে ৮ উইকেটে ১৫৫ রানে। ২৬ রানের জয়ে আসর শেষ করে রাজশাহী।

সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী বিভাগ: ২০ ওভারে ১৮১/৮ (শান্ত ৭৮, সাব্বির ৩০, হাবিবুর ২৫; খালেদ ৩/২৪, ইবাদত ২/২৯, তোফায়েল ২/৩৫)।
সিলেট বিভাগ: ২০ ওভারে ১৫৫/৮ (জিশান ৬০, পিনাক ২৭, তোফায়েল ১৮; আসাদউজ্জামান ৪/২৪, কিবরিয়া ১/৮, সাব্বির ১/১৪, শান্ত ১/১৯)।  
ফল: রাজশাহী বিভাগ ২৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাজমুল হোসেন শান্ত।

জনপ্রিয়