‘আলহামদুলিল্লাহ, এটা তো ভালো খবর’– হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পাওয়ায় এমন অনুভূতি প্রকাশ করেন দেশের প্রথম প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া।
বৃহস্পতিবার জার্মানি থেকে হোয়াটসঅ্যাপে ডেনমার্ক প্রবাসী এ ফুটবলার বলেন, ‘আমরা গত দেড় বছর হামজার জন্য অপেক্ষা করেছি। ফাইনালি তিনি বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। আমি মনে করি, দলের সবার আত্মবিশ্বাস বেড়ে যাবে। সত্যি বলতে কী, হামজার মানের কোনো প্লেয়ার বাংলাদেশে নেই। তিনি এলে অবশ্যই এটা দলের জন্য ভালো।’
২০১৩ খ্রিষ্টাব্দে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয় জামালের। কয়েক বছর আগে ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীও গায়ে জড়িয়েছেন বাংলাদেশের জার্সি। হামজা চৌধুরী তৃতীয় প্রবাসী হিসেবে খেলার অপেক্ষায়। তাঁর মতো হাই-প্রোফাইল ফুটবলার নেই বাংলাদেশে।
এ কারণেই হামজাকে নিয়ে বেশি রোমাঞ্চিত জামাল, ‘বাংলাদেশ দলের জন্য এটা ইতিবাচক বিষয় (হামজার ছাড়পত্র পাওয়া)। কারণ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার বাংলাদেশের হয়ে খেলবেন, এটা তো অনেক বড় ব্যাপার। আমি বলব, এ রকম আরো অনেক ফুটবলার দরকার আছে বাংলাদেশের। আপনি যদি দেখেন ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কার মতো দেশে প্রবাসীরা খেলছেন। তারা অনেক উন্নতি করেছে। আমি তো চাই, বাংলাদেশও উন্নতি করুক।’
হামজার সঙ্গে খেলতে মুখিয়ে আছেন বাংলাদেশ অধিনায়ক, ‘একজন ফুটবলার হিসেবে আমিও চাই, হামজার মতো ভালো খেলোয়াড়ের সঙ্গে খেলতে।’