ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ১৫ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

উথাপ্পার বিরুদ্ধে প্রতারণার মা*মলায় গ্রেফতারি পরোয়ানা

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৩, ২১ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

উথাপ্পার বিরুদ্ধে প্রতারণার মা*মলায় গ্রেফতারি পরোয়ানা

প্রতারণার অভিযোগে ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন থেকে ভবিষ্যৎ তহবিলের অর্থ কেটে নেয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেঞ্চারাস লাইফস্টাইল ব্র্যান্ডস প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক উথাপ্পা।

আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে উথাপ্পাকে ২৩ লাখ রুপি জমা জমা দিতে হবে। না দিলে পরোয়ানা কার্যকর হবে।

ভারতের হয়ে ৪৬ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলা উথাপ্পার বয়স এখন ৩৯ বছর। ২০২২ খ্রিষ্টাব্দে সর্বশেষ আইপিএল খেলা এই ব্যাটসম্যান গত মাসেও হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসে খেলেছেন। দ্য হিন্দুর খবর অনুসারে পরিবারসহ উথাপ্পা এখন দুবাইয়ে থাকেন।

বলা হয়, গত ৪ ডিসেম্বর উথাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন কর্নাটকের আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনার সাদাক্ষরি গোপাল রেড্ডি। তাঁর বিরুদ্ধে কর্মীদের বেতন থেকে ভবিষ্যৎ তহবিলের অর্থ কেটে নিয়ে সেটি তহবিলের হিসাবে জমা না করার অভিযোগ উঠেছে। কোম্পানি উথাপ্পার কাছে ২৩ লাখ ৩৬৬০২ রুপি পায় বলে দাবি করেছে, যা আদায়ের চেষ্টা চলছে।

২০১৫ খ্রিষ্টাব্দে  সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা উথাপ্পাকে গ্রেফতারে পুলাকেশিনগর পুলিশকে ব্যবস্থা নিতে বলেছেন কমিশনার। তবে উথাপ্পার ঠিকানায় গিয়ে সেখানে তাঁকে পাওয়া যায়নি। এক বছর আগে ওই ঠিকানা ছেড়ে দিয়েছেন তিনি।

আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে অর্থ পরিশোধ না করলে উথাপ্পাকে গ্রেফতার করতে পুলিশকে বলা হয়েছে।

জনপ্রিয়