ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আরেকটি শিরোপা জিততে বাংলাদেশের লক্ষ্য ১১৮ রান

খেলা

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ০৯:৪৪, ২২ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

আরেকটি শিরোপা জিততে বাংলাদেশের লক্ষ্য ১১৮ রান

দুবাইয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের বেশিদিন হয়নি। গত ৮ ডিসেম্বর ভারতকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আজিজুল হাকিম তামিমের বাংলাদেশ। দুই সপ্তাহ পর বাংলাদেশের সামনে আরেকটি শিরোপা জয়ের হাতছানি। এবারও প্রতিপক্ষ সেই ভারত।

নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ এবারই শুরু হয়েছে প্রথমবারের মতো। টুর্নামেন্টের প্রথম ফাইনালে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। মালয়েশিয়ার বায়ুমাস ক্রিকেট ওভালে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে ভারত রীতিমতো হাঁসফাঁস করেছে। প্রথম মৌসুমেই শিরোপা জিততে বাংলাদেশকে করতে হবে ১১৮ রান।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আকতার। প্রথমে ব্যাটিং পেলেও সেভাবে রানের চাকা সচল রাখতে পারেনি ভারত। ৫ ওভারে ২ উইকেটে ২৫ রান হয়ে যায় ভারতের স্কোর। এমন পরিস্থিতিতে প্রতিরোধ গড়ে তোলেন ভারতের অধিনায়ক নিকি প্রসাদ ও জি ত্রিশা। তৃতীয় উইকেটে ৪২ বলে ৪১ রানের জুটি গড়েন ত্রিশা ও প্রসাদ। তবে ভারতীয় অধিনায়ক যেন ভুলেই গেছেন এটা টি-টোয়েন্টি ম্যাচ। ২১ বলে ১ চারে করেছেন ১২ রান।১২তম ওভারের পঞ্চম বলে প্রসাদকে বোল্ড করে জুটি ভাঙেন হাবিবা ইসলাম।

তৃতীয় উইকেটের জুটি ভাঙার পর ভারত আর সেভাবে রান তুলতে পারেনি। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রানে থেমে যায় ভারতের ইনিংস। ৪৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫২ রান করেন ত্রিশা। তিনিই ভারতের ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক। বাংলাদেশের মোসাম্মৎ ফারজানা ইয়াসমিন নিয়েছেন ৪ উইকেট।৪ ওভারে দিয়েছেন ৩১ রান।

জনপ্রিয়