ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করলো ইংল্যান্ড. ফিরলেন রুট

খেলা

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ১২:৫৪, ২২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২২:০২, ২২ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করলো ইংল্যান্ড. ফিরলেন রুট

ভারত-পাকিস্তানের দীর্ঘদিনের জটিলতা পেরিয়ে ঠিক কবে থেকে চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়াবে তা নিয়ে আছে নানা সংশয়। তবে এসব চিন্তা না করে সবার আগে চ্যাম্পিনস ট্রফির জন্য দল ঘোষণা করেছে ইংলিশরা।

জানুয়ারি মাস থেকেই শুরু হবে ইংল্যান্ডের সাদা বলের সিরিজের ব্যস্ততা। শুরুতে ভারতের বিপক্ষে আছে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপরেই তারা মুখোমুখি হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে। এক সঙ্গে ভারত সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের ঘোষিত এই দলে ফিরেছেন ২০১৯ বিশ্বকাপ জেতা জো রুট। তবে রুট ফিরলেও দলে নেই বেন স্টোকস। ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন তিনি। 

স্টোকসকে কেন দলে রাখা হয়নি সেই ব্যাখ্যায় ইসিবি বলেছে, ‘হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা ডারহাম অলরাউন্ডার বেন স্টোকস পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় তাঁকে বিবেচনা করা হয়নি।’

এদিকে ২০২৩ খ্রিষ্টাব্দের পর একটি ওয়ানডেও না খেলা জস বাটলার ইংল্যান্ডের অধিনায়ক হিসেবেই ফিরছেন ৫০ ওভারের ক্রিকেটে।

ইংল্যান্ডের ভারত সফর ও চ্যাম্পিয়নস ট্রফির ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মেহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।

জনপ্রিয়