ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা

খেলা

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ১৮:৫৭, ২৩ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা

আর এক সপ্তাহ পর শুরু বিপিএলের ১১তম আসর। তার আগে টুর্নামেন্টে আমেজ তুলতে আয়োজিত হয়েছে বিপিএল মিউজিক ফেস্ট। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের এই অনুষ্ঠান শুরুর আগে মঞ্চ থেকে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করেছে বিপিএল মিউজিক ফেস্ট৷ যাতে মূল আকর্ষণ কিংবদন্তি সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

বিকেল ৪টায় শুরু হওয়া অনুষ্ঠানে ব্যান্ড দল অ্যাভয়েড রাফার পরিবেশনা দিয়ে শুরু হয় আয়োজন। এরপর কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রথমে ভূমি এবং বেসামরিক বিমান পর্যটন উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে এক মিনিটের শোক পালিত হয়।

নিজর বক্তব্য এরপর বিপিএলের আসন্ন আসরের অগ্রগতি এবং বিসিবি ও সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন আসিফ। নতুন বাংলাদেশে নতুন এক বিপিএলের প্রত্যাশা রাখছেন তিনি। পাশাপাশি বিসিবিকে ধন্যবাদ দেন।

আসিফ মাহমুদ বলেন, 'আপনারা জানেন নতুন বাংলাদেশে সংস্কারের কাজ চলছে। সংস্কারের অংশ হিসেবে বিপিএলেও থাকছে নতুনত্ব। জুলাই বিপ্লবকে ধারণ করে ইতোমধ্যে মাসকট তৈরি করা হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টাও পরামর্শ দিয়েছেন বিপিএল কীভাবে সুন্দর করা যায় তা নিয়ে। বিসিবি অনেক কাজ করেছে এটা নিয়ে। আজকের এই কনসার্ট এরই অংশ। এজন্য বিসিবিকে ধন্যবাদ। আশা করি, মাঠে খুব সুন্দর খেলা উপভোগ করতে পারব আমরা।'

বিপিএলের এই মিউজিক ফেস্টে গাইবেন পাকিস্তানি শিল্পী রাহাত ফতেহ আলী খান। এছাড়াও দেশি বেশ কিছু ব্যান্ড ও সংগীত শিল্পীও আছেন এই আয়োজনে।

৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএল।

জনপ্রিয়