ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ , ১০ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত

খেলা

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ২০:৫১, ২৪ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ওয়ানডে সংস্করণের আসরটি চলবে ৯ মার্চ পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে করাচিতে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। পরদিন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ।

মঙ্গলবার  (২৪ ডিসেম্বর) আইসিসি প্রকাশ করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি। ৮ দলের প্রতিযোগিতায় বাংলাদেশ রয়েছে 'এ' গ্রুপে। ভারতের পাশাপাশি তাদের বাকি দুই প্রতিপক্ষ পাকিস্তান ও নিউজিল্যান্ড। আগামী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানকে মোকাবিলা করবে টাইগাররা। দুটি ম্যাচেরই ভেন্যু রাওয়ালপিন্ডি। 'বি' গ্রুপের দলগুলো হলো অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ:

গ্রুপ 'এ': বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড
গ্রুপ 'বি': অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি (সব ম্যাচ দিবারাত্রির):

গ্রুপ পর্ব:
১৯ ফেব্রুয়ারি, পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, করাচি, পাকিস্তান

২০ ফেব্রুয়ারি, বাংলাদেশ বনাম ভারত, দুবাই, সংযুক্ত আরব আমিরাত
 

২১ ফেব্রুয়ারি, আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, করাচি, পাকিস্তান
 

২২ ফেব্রুয়ারি, অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, লাহোর, পাকিস্তান
 

২৩ ফেব্রুয়ারি, পাকিস্তান বনাম ভারত, দুবাই, সংযুক্ত আরব আমিরাত
 

২৪ ফেব্রুয়ারি, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডি, পাকিস্তান
 

২৫ ফেব্রুয়ারি, অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, রাওয়ালপিন্ডি, পাকিস্তান
 

২৬ ফেব্রুয়ারি, আফগানিস্তান বনাম ইংল্যান্ড, লাহোর, পাকিস্তান
 

২৭ ফেব্রুয়ারি, পাকিস্তান বনাম বাংলাদেশ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান
 

২৮ ফেব্রুয়ারি, আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, লাহোর, পাকিস্তান
 

১ মার্চ, দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, করাচি, পাকিস্তান
 

২ মার্চ, নিউজিল্যান্ড বনাম ভারত, দুবাই, সংযুক্ত আরব আমিরাত

সেমিফাইনাল:
৪ মার্চ, প্রথম সেমিফাইনাল, দুবাই, সংযুক্ত আরব আমিরাত
 

৫ মার্চ, দ্বিতীয় সেমিফাইনাল, লাহোর, পাকিস্তান

ফাইনাল:
৯ মার্চ, ফাইনাল, লাহোর, পাকিস্তান (ভারত ফাইনালে উঠলে খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে)
 

১০ মার্চ, রিজার্ভ ডে

হাইব্রিড মডেলের অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক পাকিস্তান। সেখানকার তিনটি ভেন্যু হলো করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোর। পাশাপাশি নিরপেক্ষ ভেন্যু হিসেবে খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। সব মিলিয়ে মাঠে গড়াবে ১৫টি ম্যাচ। সবগুলো দিবারাত্রির।

করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরে গ্রুপ পর্বের তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে ভারতের তিনটি ম্যাচই হবে দুবাইতে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে তারা লড়াইয়ে নামবে আগামী ২৩ ফেব্রুয়ারি। দুবাইতে হবে প্রথম সেমিফাইনালও। দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনাল হবে লাহোরে। তবে ভারত ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে দুবাইয়ে। দুটি সেমিফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

জনপ্রিয়