ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মেসিকে টপকে শীর্ষে রোনালদো

খেলা

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ১৬:৫৭, ২৫ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

মেসিকে টপকে শীর্ষে রোনালদো

বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী ক্রীড়াবিদ হয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসি, জন রাম, লেব্রন জেমস, এমবাপ্পের মত বড় তারকাদের পেছনে ফেলেছেন সিআর সেভেন।

জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বসের মতে, ২০২৪ খ্রিষ্টাব্দে রোনালদো আয় করেছেন ২৬ কোটি মার্কিন ডলার। তালিকার তিন নম্বরে থাকা লিওনেল মেসির আয় রোনালদোর প্রায় অর্ধেক।

আগামী ৫ ফেব্রুয়ারি ৪০ বছর পূর্ণ হবে পর্তুগিজ তারকা রোনালদোর। কিন্তু এখনও সমান গতিতে চলছে রোনালদোর ছুটে চলা। জাতীয় দল আর ক্লাব ফুটবল গোলের পর গোল করছেন সিআর সেভেন।

রোনালদোর এই ছুটে চলায় তার পেছনে একই গতিতে ছুটে চলেছে স্পনসরের লম্বা লাইন। সেইসাথে রেকর্ড স্যালারি আর ব্যক্তিগত ব্যবসাতো রয়েছেই। সব মিলিয়েই বার্ষিক হিসেবে বিশ্বের শীর্ষ আয়কারী অ্যাথলেট রোনালদো।

তালিকার দ্বিতীয় স্থানে আছে স্প্যানিশ গলফার জন রাম। ২১ কোটি ৮০ লাখ ডলার আয় করেছে এই স্প্যানিশ। এরপরেই আছেন রোনালদোর প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। তালিকার তৃতীয় অবস্থানে থাকা আর্জেন্টাইন এই তারকা ২০২৪ সালে আয় করেছেন ১৩ কোটি ৫০ লাখ ডলার।

তালিকার পরের দুটি স্থানে রয়েছেন মার্কিন বাস্কেটবল তারকা লেব্রন জেমস ও রিয়াল মাদ্রিদের ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। তাদের দুজনের আয় যথাক্রমে ১২ কোটি ৮০ লাখ ও ১১ কোটি ডলার।

জনপ্রিয়