ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

পিএসএলের ড্রাফটে মুস্তাফিজের নাম

খেলা

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ১৭:০৪, ২৫ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

পিএসএলের ড্রাফটে মুস্তাফিজের নাম

চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বশেষ আইপিএলে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। তবে ৯ ম্যাচে ১৪ উইকেট নেওয়া বাংলাদেশি পেসারের জায়গা হয়নি এবারের আইপিএলে। ২০২৫ আইপিএলের নিলামে শুধু বাঁহাতি পেসারই নন, বাংলাদেশের কোনো ক্রিকেটারই দল পাননি।

আইপিএলে না পেলেও টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজির এই যুগে অন্য টুর্নামেন্টের দরজা নিশ্চিত মুক্ত আছে বাংলাদেশি ক্রিকেটারদের।

সেই লক্ষ্যেই ২০২৫ খ্রিষ্টাব্দের পিএসএলের ড্রাফটে নাম লিখিয়েছে মুস্তাফিজ। বাঁহাতি পেসারের নাম লেখার বিষয়টি নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ।

পিএসএলের পরবর্তী আসর শুরু হবে আগামী বছরের ৭ এপ্রিল। সে সময় আইপিএল থাকায় পিএসএলে এবার আইপিএলে দল না পাওয়া ক্রিকেটারদের দেখা যাওয়ার সম্ভাবনা অনেক। 

পিএসএলে এখন পর্যন্ত কেবল একবারই খেলেছেন মোস্তাফিজ। ২০১৭-১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছিলেন বাঁহাতি এই পেসার। সেবার মাত্র ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। 

২০২৫ খ্রিষ্টাব্দের ১১ জানুয়ারি পিএসএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।

জনপ্রিয়