ঢাকা রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪ , ১৪ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আমি সেরা, রোনালদোর কথাই প্রমাণ

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৭, ২৮ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

আমি সেরা, রোনালদোর কথাই প্রমাণ

ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে এবার প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবল কিংবদন্তি মনে করেন, চলতি বছর ব্যালন ডি’অর জেতার যোগ্য ছিলেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। রোনালদোর এমন উষ্ণ প্রশংসায় মুগ্ধ ভিনিসিয়াস নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড় বলেও উল্লেখ করেছেন।

রোনালদো বলেন, ‘আমার মতে, ব্যালন ডি’অর জয়ের সবচেয়ে যোগ্য ছিলেন ভিনিসিয়াস। এটা স্পষ্ট এবং ওর সঙ্গে অন্যায় হয়েছে। এ কারণেই আমি গ্লোব সকার অ্যাওয়ার্ডসকে ভালোবাসি, তারা সৎ।’

রোনালদোর এই মন্তব্যে উচ্ছ্বসিত ভিনিসিয়াস বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো যখন বলে আমি সেরা, তখন সেটা সত্যি! তার মতো একজন খেলোয়াড়ের কাছ থেকে এমন কথা শোনা সত্যিই গর্বের বিষয়।’

চলতি বছর ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ভিনিকে প্রধান দাবিদার হিসেবে বিবেচনা করছিলেন অনেক বিশেষজ্ঞ। তবে, প্রত্যাশার বিপরীতে এই পুরস্কার জিতে নেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।

গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ভিনি। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ জেতার পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। তবুও ব্যালন ডি’অরের মঞ্চে শেষ পর্যন্ত রদ্রির কাছে পরাজিত হন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

জনপ্রিয়