বিপিএল শুরুর আগে খেলোয়াড়দের পারিশ্রমিকের ৫০ শতাংশ পরিশোধের বাধ্যবাধকতা থাকলেও, এবার কোন ফ্র্যাঞ্চাইজি সেই নিয়ম মানেনি। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে খেলোয়াড়দের কোনো অর্থই পরিশোধ করেনি দলগুলো। বিষয়টি নিয়ে বারবার বলা হলেও, এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপের কথা জানাতে পারেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফারুক বলেন, ‘প্রথম দিন থেকেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ রাখছি। তাদের বলছি খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ করতে হবে। কিন্তু পরিস্থিতি এমন যে, এক কথায় উত্তর দেওয়া সম্ভব না। গত চার মাসের পরিস্থিতি বিবেচনা করতে হবে। তবে এর মানে এই নয় যে খেলোয়াড়রা টাকা পাবেন না। এ বিষয়ে আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি।’
এর আগে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়, টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড়রা প্রতিশ্রুত অর্থের এক টাকাও পাননি। এমনকি প্রথম ম্যাচের পর দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়ও টাকা না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
ফারুক আরও বলেন, ‘আমরা ফ্র্যাঞ্চাইজিগুলোর সুবিধা-অসুবিধাও দেখার চেষ্টা করছি। তারা আমাদের পার্টনার। তাদের যেন বোর্ডের সঙ্গে কাজ করতে সমস্যা না হয়, সেই চেষ্টাও করছি। তবে খেলোয়াড়দের পাওনা পরিশোধের বিষয়টি নিশ্চিত করতে আমরা তাদের সঙ্গে কথা বলে যাচ্ছি।’
বিপিএল নিয়ে এমন আর্থিক অনিশ্চয়তা এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর অসঙ্গতি খেলোয়াড়দের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে বোর্ড সভাপতি ফারুক আশ্বস্ত করেছেন, সমস্যা সমাধানে বোর্ড প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।