ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫ , ২২ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ব‍্যালন ডিঅ’র জয় নিয়ে প্রশ্ন তোলায় রোনালদোকে কড়া জবাব দিলেন রদ্রি

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭:৩২, ৩ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

ব‍্যালন ডিঅ’র জয় নিয়ে প্রশ্ন তোলায় রোনালদোকে কড়া জবাব দিলেন রদ্রি

২০২৪ খ্রিষ্টাব্দে ব‍্যালন ডি’অর জিতেছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি। এরপর শুরু হয় বিতর্ক। সম্প্রতি স্প্যানিশ এই মিডফিল্ডারকে ব‍্যালন ডি’অর দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পাঁচবারের ব‍্যালন ডি’অর জয়ী রোনালদোর এমন মন্তব্য ভালোভাবে দেখছেন না রদ্রি।

এবারের ব‍্যালন ডি’অর জয়ে আলচনায় ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে শেষ পর্যন্ত তা উঠে রদ্রির হাতে। চ‍্যাম্পিয়ন্স লিগ জেতায় এই পুরস্কার ভিনিসিয়ুসের পাওয়া উচিত ছিল বলে মনে করেন রোনালদো। ভিনি না ব‍্যালন ডি’অর না দেওয়াটা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন সিআরসেভেন। 

রোনালদোর মন্তব্য নিয়ে জানতে চাওয়া হলে স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে রদ্রি বলেন, 'সত্যি বলতে আমি অবাক হয়েছি, কারণ এই পুরস্কারটি কীভাবে দেওয়া হয়, বিজয়ী কীভাবে বেছে নেওয়া হয়, তা সবার চেয়ে তিনি (রোনালদো) ভালো জানেন।'

তিনি আরও বলেন, 'এবার যে সাংবাদিকরা ভোট দিয়েছেন, তারা মনে করেছেন যে, আমার জেতা উচিত। হয়তো একই সাংবাদিকরা এক সময় তাকে (রোনালদো) জয়ী হওয়ার জন্য ভোট দিয়েছিলেন এবং আমি মনে করি, তখন তিনি মেনে নিয়েছিলেন।'

জনপ্রিয়