ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫ , ২২ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

জাতীয় দলে আর খেলবেন কি তামিম, আফ্রিদিকে যা জানালেন

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৯, ৪ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৫:২৯, ৪ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

জাতীয় দলে আর খেলবেন কি তামিম, আফ্রিদিকে যা জানালেন

জাতীয় দল থেকে দূরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন তামিম ইকবাল। গত বছর ফরচুন বরিশালের নেতৃত্বে বিপিএলের শিরোপা জিতিয়েছেন। 

খেলেছেন ডিপিএল ও এনসিএল টি-টোয়েন্টিতেও। চলতি বিপিএলেও ফরচুন বরিশালের অধিনায়ক তামিম। তবে জাতীয় দলে তার ফেরা নিয়ে গুঞ্জন চলছে দীর্ঘদিন।

সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন তামিম। পাকিস্তানি কিংবদন্তি শহিদ আফ্রিদি বিপিএলে চট্টগ্রাম কিংসের মেন্টর ও অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশে এসেছেন। নৈশভোজে আফ্রিদি তামিমকে প্রশ্ন করেন, ‘তামিম, তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে? শেষ?’

জবাবে তামিম বলেন, ‘জাতীয় দল থেকে...জাতীয় দলে আর খেলছি না।’ তবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও বিসিবিকে জানাননি। ফলে এটি চূড়ান্ত কি না, তা নিশ্চিত নয়।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। উদ্বোধনী ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। পরের দিনই ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। জাতীয় দলে তামিমের ফেরা এই টুর্নামেন্ট দিয়েই হতে পারে বলে জল্পনা রয়েছে। এখন দেখার বিষয়, তামিম জাতীয় দলের জার্সিতে ফেরেন কি না।

জনপ্রিয়