ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫ , ২৩ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল ওয়েস্ট ইন্ডিজ

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮:০৪, ৪ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল ওয়েস্ট ইন্ডিজ

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ নারী দল। আর এই সিরিজ দুটির সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

আগামী ১৯ জানুয়ারি শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওমেন্স চ্যাম্পিয়নসশিপের অংশ হওয়া সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ টাইগ্রেসদের জন্য। কারণ, এই সিরিজের ফলাফলের উপর নির্ভর করছে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে অংশ নেয়ার বিষয়টি।

সবশেষ ওয়ানডে সিরিজে ঘরের মাঠে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী দল। এতে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথ তাতে খানিকটা সুগম হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের জন্য। বিশ্বকাপে সরাসরি খেলতে হলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অন্তত দুটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে।

এমন সমীকরণের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ১৯ জানুয়ারি। নিগার সুলতানা, নাহিদা আক্তাররা পরের দুটি ম্যাচ খেলবে ২১ এবং ২৪ জানুয়ারি।

এরপর ২৭, ২৯ এবং ৩১ জানুয়ারি হবে তিনটি টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সিরিজের পূর্ণাঙ্গ সূচি-

তারিখ ম্যাচ
১৯ জানুয়ারি প্রথম ওয়ানডে
২১ জানুয়ারি দ্বিতীয় ওয়ানডে
২৪ জানুয়ারি তৃতীয় ওয়ানডে
২৭ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি
২৯ জানুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি
৩১ জানুয়ারি তৃতীয় টি-টোয়েন্টি

জনপ্রিয়