ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫ , ২৪ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বিসিবি ছাড়ার ইঙ্গিত দিলেন ফাহিম

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭:৫০, ৫ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

বিসিবি ছাড়ার ইঙ্গিত দিলেন ফাহিম

কোচ নাজমুল আবেদীন ফাহিম বিসিবির পরিচালক হয়ে এসেছেন তার ৬ মাসও হয়নি। এরই মধ্যে শোনা যাচ্ছে তার পদ ছেড়ে দেওয়ার গুঞ্জন। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে মতানৈক্যের ফলে এমন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি বলে শোনা যাচ্ছে। 

এবার এই বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন ফাহিম। তিনি ইঙ্গিত দেন বাস্তবতা প্রত্যাশামাফিক না হলে সে কথা ভাবতে পারেন তিনি। তার কথা, ‘আমি নিশ্চিত নই। যদি কিছু জিনিস আমার প্রত্যাশামতো না হয়, সেই ক্ষেত্রে আমি সেই বিষয়টা নিয়ে চিন্তা করব।’

স্যাটালাইট চ্যানেল যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এনিয়ে মুখ খুলেন নাজমুল আবেদীন ফাহিম। খবর ছড়িয়েছে- ঢাকায় বিপিএল চলাকালীন সভাপতির রুমে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তাদের সামনেই ফাহিমকে অপদস্থ করেন ফারুক আহমেদ। ‘ইউ এক্টিং লাইক ফানি? বিসিবি প্রেসিডেন্ট হতে চান, আসেন বানায় দেই’-গলা উচিয়ে এমন সব উত্তপ্ত বাক্য বলেন বোর্ড প্রধান।

সেই খবর কতটা সত্য? এনিয়ে ফাহিম বলেন, এমন প্রশ্নের জবাবে ফাহিম বলেন, ‘বিসিবি সভাপতির সেই মন্তব্য আমি পুনরায় বলতে চাই না। তবে সেটি আমাকে খুবই আশাহত করেছে। আমি জানিনা কেন তিনি এতোগুলো মানুষের সামনে এমন মন্তব্য করলেন।’

বিসিবি সভাপতির সঙ্গে কোনো সমস্যার কথা সরাসরি উল্লেখ করেননি। তিনি কাজের ক্ষেত্রে হস্তক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘যদি আমার কাজের ক্ষেত্রে হস্তক্ষেপ হয়, তাহলে হ্যাঁ, সেই ক্ষেত্রে... ।’

কেন এমন চিন্তা করছেন সে বিষয়ে জানতে চাইলে তিনি বিসিবির সামগ্রিক পরিচালনার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘এটা সামগ্রিক আসলে। যদি বাস্তবতা প্রত্যাশিত না হয়, তাহলে তা অসন্তোষজনক।’ 

এ বিষয়ে ভাবনার পর্যায়েই আছেন তিনি। বিসিবি এখনো পর্যন্ত পদত্যাগের ব্যাপারে কিছু জানাননি ফাহিম। পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে ফাহিম বলেন, ‘না, এ কথা কিন্তু আমি বলিনি। যদি অসন্তুষ্ট হই, তাহলে আমি সেই সিদ্ধান্ত নিতে পারি। এটি একটি সুযোগ যেহেতু সেই দরজা খোলা। আমাকে জোর করেই ক্ষমতায় থাকতে হবে বিষয়টা এমন নয়। যদি আমি সন্তুষ্ট না হই তবে সেই বিকল্প তো সবসময়ই আছে।’

ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম এনএসসি কোটার মাধ্যমে বিসিবির পরিচালক পদে নিয়োগ পান। আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কয়েকজন বোর্ড সদস্য আত্মগোপনে চলে যাওয়ায় বোর্ডের শূন্যস্থান পূরণে এই কোটার ব্যবহার করা হয়।

জনপ্রিয়