ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ , ২৫ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি সাকিব

খেলা

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ২০:৪৯, ৮ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি সাকিব

ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক ক্রিকেটে থেকে শুরু করে সব ধরনের ক্রিকেট থেকেই বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন সাকিব। পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষা উতরে না যাওয়া পর্যন্ত শুধু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন এই অলরাউন্ডার।

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে নিষেধাজ্ঞা পাওয়া সাকিব বাংলাদেশ জাতীয় দলে ফিরতে পারবেন কিনা তা নিয়ে আলোচনার শেষ নেই। তবে আজ জানা গেছে, দ্বিতীয়বার বোলিং পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি সাকিব।

চ্যাম্পিয়নস ট্রফির আগে জাতীয় দলে ফিরবেন কিনা সাকিব এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন বোর্ড থেকে সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি।

সেই সঙ্গে প্রধান নির্বাচক অনেকটা বিস্ময় প্রকাশ করেছেন সাকিব বোলিং পরীক্ষায় পাশ না করায়।

সাকিব আল হাসানকে দলে রাখা না রাখার ব্যাপারে বোর্ডের কোনো নির্দেশনা পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন,‘সাকিবের ব্যাপারে কোন নির্দেশনা আসেনি। প্রথম যে পরীক্ষা দিলেন, সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, ভেরি শকিং (বিস্ময়কর)।'

সাকিব নিয়ে এখনই আশা ছেড়ে দেননি বিসিবির প্রধান নির্বাচক। তবে লিপু সাকিবের ব্যপারে ফের খোঁজ করবেন জানিয়ে বলেছেন, ‘আমাকে নিশ্চিত হতে হবে তিনি ব্যক্তি পর্যায়ে আবার একটা পরীক্ষায় অবর্তীন হয়েছেন কি না এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে।‘

জানা গেছে, গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায়ও সাকিবের অ্যাকশন বৈধতার ছাড়পত্র পায়নি। চেন্নাইয়ে ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব। সেটির ফলাফল এখনো আসেনি।

তবে সাকিবের জাতীয় দলে খেলার ক্ষেত্রে কোনো বাধা আছে কিনা এমন প্রশ্নের জবাবে লিপু নির্দিষ্ট কোনো উত্তর দেননি, ‘এটা আসলে আমরা নির্বাচক মন্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এ প্রক্রিয়ার জন্য এভেইলেবল আছেন কি না। সেটা এখনও আমরা উত্তর পুরোপুরি পাইনি। আংশিক একটা পেয়েছি। যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন। সেটার জন্যও ওয়েট করতে হবে। আমাদেরকে আসলে হয়তো এভ্রি মিনিট কাউন্টস। হোপফুলি এক দুই দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলো।‘

জনপ্রিয়