ক্যারিয়ারের সায়াহ্নে এসে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়লেন তামিম ইকবাল। ৩৫ বছর বয়সী দেশসেরা ওপেনার আজ প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ৮ হাজার রান পূর্ণ করেছেন।
ফরচুন বরিশালের অধিনায়ক তামিম রংপুর রাইডার্সের বিপক্ষে এই অর্জন ছুঁয়েছেন। ম্যাচ শুরুর আগে ৮ হাজার রান থেকে মাত্র ৯ রান দূরে ছিলেন তিনি। শেষ পর্যন্ত তার ২৭২তম টি-টোয়েন্টি ম্যাচে এই অসাধারণ মাইলফলক অর্জিত হয়েছে।
টি-টোয়েন্টি ফরম্যাটে তামিমের আগে বাংলাদেশের আর কোনো ব্যাটার ৮ হাজার রান স্পর্শ করতে পারেননি। দ্বিতীয় স্থানে থাকা সাকিব আল হাসান এখন পর্যন্ত সংগ্রহ করেছেন ৭ হাজার ৪৩৮ রান। তৃতীয় স্থানে আছেন মাহমুদউল্লাহ, যার রান সংখ্যা ৬ হাজার ৯০।
তামিম ইকবালের এই অর্জন শুধু তার ব্যক্তিগত ক্যারিয়ার নয়, দেশের ক্রিকেটের জন্যও একটি গৌরবময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। টি-টোয়েন্টিতে ৮০০০ এর কীর্তি যে বাংলাদেশে একমাত্র তারই!