ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ , ২৬ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শেষ ওভারে ৩০ রান তুলে রংপুরের জয়ের নায়ক সোহান

খেলা

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ১৮:০৭, ৯ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৮:১৪, ৯ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

শেষ ওভারে ৩০ রান তুলে রংপুরের জয়ের নায়ক সোহান

শেষ ওভারে জয়ের জন্য রংপুর রাইডার্সের প্রয়োজন ছিল ২৬ রান। কাইল মায়ার্সের করা ২০তম ওভারে ৩০ রান তুলে নিয়ে রংপুরকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন দলটি অধিনায়ক নুরুল হাসান সোহান। এই নিয়ে টানা ছয় ম্যাচে সবকটিতে জিতলো উত্তরবঙ্গের দলটি। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠান রংপুরের অধিনায়ক সোহান।

টানা জয়ে রীতিমতো উড়ছিল রংপুর রাইডার্স। ফরচুন বরিশালকে হারিয়ে আজও সেই ছন্দ ধরে রাখল রংপুর। টেবিলে ১২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান হলো মজবুদ। ছয় পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বরিশাল। 

বিপিএলে আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৭ রানের পুঁজি পেয়েছে ফরচুন বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেছেন কাইল মায়ার্স। মাত্র ২৯ বল ও ২১০ স্ট্রাইক রেটে যা সাজানো সাত ছক্কা আর এক বাউন্ডারি দিয়ে। 

এই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে সোহানের বীরত্বে ২০২ রান করে জয় তুলে নেয় রংপুর রাইডার্স। রংপুরের জয়ের নায়ক অধিনায়ক সোহান ৪৫৭ স্ট্রাইক রেটে ৭ বলে উপহার দেন ৩২ রানের দুর্দান্ত ইনিংস। 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রান তাড়ায় শুরুতেই ধাক্কা খায় রংপুর। ইনিংসের দ্বিতীয় ওভারে হারায় তারকা ওপেনার অ্যালেক্স হেলসকে। তানভীর ইসলামের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১ রানে ফেরেন হেলস। 

ওয়ানডাউনে নামা সাইফ হাসান বিদায় নেন দলীয় ৪১ রানে। ফাহিম আশরাফকে মোকাবিলা করতে গিয়ে রিশাদের হাতে তালুবন্দি হয়ে ২২ রানে ফেরেন সাইফ। এরপর রিশাদ নিজেই আক্রমণে এসে কট এন্ড বোল্ড করে মাঠছাড়া করেন তাওফিক খানকে। ২৮ বলে ৩৮ রান করে বিদায় নেন তিনি। 

তিন টপ অর্ডারের বিদায়ের পর ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ মিলে হাল ধরেন রংপুরের। দুজনে মিলে জয়ের সম্ভাবনাও গড়ে তোলেন। কিন্তু ৪৮ রানে ইফতেখার ফিরলে সেই আশা প্রায় ভেস্তে যাচ্ছিল। কিন্তু নুরুল হাসান সোহান সেটা হতে দেননি। জয় নিয়েই মাঠ ছাড়েন অধিনায়ক। 

এর আগে ম্যাচটিতে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রংপুর। আগে বোলিং করার সুবিধা শুরুতে অবশ্য খুব বেশি নিতে পারেনি রংপুর। ওপেনিং জুটিতে দুই তারকা ওপেনার তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত মিলে গড়েন ৮১ রানের জুটি। 

১১তম ওভারে এই জুটি ভাঙে রংপুর। এক ওভারেই দুই ওপেনার তামিম-শান্তকে মাঠছাড়া করেন কামরুল ইসলাম রাব্বি। প্রথমে ওভারের প্রথম বলে খুশদিলের হাতে ক্যাচ বানিয়ে বিদায় করেন শান্তকে। ৩০ বলে ৪১ করে থামে শান্তর ওপেনিং ইনিংস। এরপর একই ওভারের শেষ বলে হেলসের হাতে ক্যাচ বানিয়ে তামিমকে মাঠছাড়া করেন রাব্বি। ড্রেসিংরুমে ফেরার আগে ৩৪ বলে ৪০ রান করে ফিরে যান বরিশাল অধিনায়ক তামিম। 

দুই ওপেনারকে হারানোর পর তাওহিদের সঙ্গে জুটি গড়েন কাইল মায়ার্স। তবে ২৩ রান করে তাওহিদ এরপর উইকেটে নেমে মাহমুদউল্লাহ ২ রানে বিদায় নিলে কিছুটা রানের গতি কমে বরিশালে। টানা কয়েক উইকেট হারানোর পর শেষ দিকে ফাহিম আশরাফকে নিয়ে ঝড় তোলেন মায়ার্স। ২৯ রানে পঞ্চম উইকেটের এই জুটি ভাঙেন সাইফউদ্দিন। রংপুরের এই পেসারের বলে সতীর্থ মায়ার্সের সঙ্গে প্রান্ত বদল নিয়ে ভুল বুঝাবুঝিতে রানআউটে কাটা পড়েন ফারিম আশরাফ। ৬ বলে ২০ রান করে ফাহিম ফেরার পর শেষ পর্যন্ত মায়ার্সের ব্যাটে চড়ে লড়াইয়ের পুঁজি পায় বরিশাল। 

রংপুর রাইডার্সের হয়ে বল হাতে ৪৭ রান দিয়ে দুই উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি। জাবেদের শিকার ১৬ রানে একটি। ৪২ রান খরচায় সাইফউদ্দিনের শিকারও একটি।

জনপ্রিয়