ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ , ২৬ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মেজাজ হারিয়ে তেড়ে গেলেন তামিম

খেলা

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ১৯:০৪, ৯ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

মেজাজ হারিয়ে তেড়ে গেলেন তামিম

ফরচুন বরিশালের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছে রংপুর রাইডার্স। শেষ ওভারে ৩০ রান তুলে রংপুরের জয়ের নায়ক অধিনায়ক নুরুল হাসান সোহান। নাটকীয় ম্যাচে হারের পর মেজাজ হারাতে দেখা গেছে বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে। 

রংপুরের দুর্দান্ত জয়ের উল্লাস ছাপিয়ে ম্যাচ শেষে উত্তাপ ছড়ালেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। রংপুরের কাছে হারের পর মুহূর্তে হুট করে মেজাজ হারান তামিম।ম্যাচ শেষে তামিমকে রংপুরের ড্রেসিংরুমে থাকা কারও সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। কিন্তু সেই ক্রিকেটার কে সেটা নিশ্চিত করে জানা যায়নি। এমনকি মেজাজ হারানোর কারণও স্পষ্ট নয়। ওই মুহূর্তে ডাগআউটের সামনে তামিমকে থামানোর জন্য বরিশালের একজন টিম ডিরেক্টরকেও ছুটে আসতে দেখা যায়। সবাই মিলে তামিমকে শান্ত করে নিয়ে যান ড্রেসিংরুমে। 

ওই ঘটনা নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবালের কাছে জানতে চাওয়া হয়। তামিমের বড় ভাই জানালেন, ঘটনা নিয়ে খোলাসা করে কিছু বললেন না। এক কথায় জবাব দিলেন, 'দেখুন ম্যাচ হারলে ইমোশনটা থাকে, সিরিয়াস কোনো কিছু না।’ 

বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানের কাছেও। সোহানও এড়িয়ে গেলেন। জানালেন, ঘটনার ব্যাপারে অবগত নন তিনি। তার ভাষায়,'এটা আমি কাছ থেকে দেখিনি। যাওয়ার পর বুঝতে পারব, কিন্তু কিছু একটা হয়েছে।' 

যদিও, টিভিতে পরিস্কার দেখা যায় ম্যাচ শেষে প্রতিপক্ষ ক্রিকেটারের সঙ্গে মেজাজ হারিয়েছেন বাঁহাতি এই ক্রিকেটার। কিন্তু দুদলের কেউই বিষয়টি স্পষ্ট করেননি ঠিক কেন মেজাজ হারিয়েছেন তামিম ইকবাল!

জনপ্রিয়