চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। রুদ্ধশ্বাস ও তুমুল উত্তেজনায় ভরপুর ফাইনালে বার্সার কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে রিয়াল। সুপার কাপের রেকর্ড সর্বোচ্চ ১৫তম শিরোপা ঘরে তুলল কাতালুনিয়ান দলটি।
সৌদি আরবের জেদ্দায় রোববার রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে রিয়ালকে ৫-২ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। নিজেদের ইতিহাসে এই প্রথম সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুটি এল ক্ল্যাসিকোতে রিয়ালের জালে ৪ বা এরবেশি গোল জড়াল বার্সা। ১৯৬৩ সালে রিয়ালের (৫-১ ও ৪-০) পর প্রথমবার ক্ল্যাসিকোয় দেখা গেল এমনকিছু।
ম্যাচের পঞ্চম মিনিটে কাইলিয়ান এমবাপের গোলে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে প্রথমার্ধেই চার গোল করে নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। ২২ মিনিটে লামিন ইয়ামালের গোলে সমতায় ফিরে ৩৬ মিনিটে রবার্ট লেভান্ডোভস্কির পেনাল্টি গোলে এগিয়ে যায় বার্সা।
মিনিট তিনেক পর রাফিনহা ও যোগকরা সময়ের ১০ মিনিটে আলেজান্দ্রো ভালদের গোলে ৪-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধের শুরুতে রাফিনহার আরেকটি গোলে স্কোর ৫-১ করে ফেলে তারা। খানিক বাদে তাদের গোলরক্ষক ভয়চেক সেজনি লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর রদ্রিগোর গোলে পরাজয়ের ব্যবধানই শুধু কমাতে পেরেছে কার্লো আনচেলত্তির রিয়াল।