ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ , ৩০ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

পিএসএলে দল পেলেন নাহিদ রানা

খেলা

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ২০:১০, ১৩ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

পিএসএলে দল পেলেন নাহিদ রানা

প্রথমবারের মতো বিদেশি লিগে খেলার সুযোগ পাচ্ছেন টাইগার পেসার নাহিদ রানা। পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিএসএল) দল পেয়েছেন টাইগার তিনি। গোল্ড ক্যাটাগরি থেকে বাংলাদেশের তরুণ গতি তারকাকে দলে টেনেছে পেশোয়ার জালমি। প্রথম বার ড্রাফটে নাম দিয়েই বাজিমাত নাহিদ রানার।

ডানহাতি এই পেসারকে গোল্ড ক্যাটাগরিতে ৫০ হাজার ডলার মূল্যে দলে ভিড়িয়েছে বাবর আজমের দল। বাংলাদেশের এই স্পিডস্টার দল পেলেও প্লাটিনাম ক্যাটাগরি থেকে অবিক্রিত আছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।

এছাড়াও দল পাননি ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয় ও হাসান মাহমুদরাও। তবে ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে অবিক্রিতদের দলে নেয়ার সুযোগ থাকবে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের।

অভিষেকের পর থেকেই জাতীয় দলের জার্সিতে আলো ছড়িয়ে যাচ্ছেন নাহিদ রানা। গতবছর পাকিস্তানে খেলা দুই টেস্টে গতির ঝড় তুলে বেশ প্রশংসা পেয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জের এই পেসার। এক ইনিংসে ৪ উইকেটও শিকার করেছিলেন। তখনকার সেই পারফরম্যান্স হয়তো মনে আছে পেশোয়ারের ফ্রাঞ্চাইজিটি।

বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন নাহিদ রানা। এখন পর্যন্ত ৬ ম্যাচে ২৩ ওভার বল করে শিকার করেছেন ৯টি উইকেট। গড় ২০ দশমিক ৩৩।

জনপ্রিয়