ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ , ১ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

উইজডেনের বর্ষসেরা একাদশে তাসকিন

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬:২৩, ১৫ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

উইজডেনের বর্ষসেরা একাদশে তাসকিন

ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। গতবছর ওয়ানডেতে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন ডানহাতি টাইগার পেসার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর হিসেবে ২০২৪ খ্রিষ্টাব্দে ওয়ানডে ম্যাচের সংখ্যা ছিল খুবই কম। যেখানে শ্রীলঙ্কা খেলেছে ১৮টি ওয়ানডে, সেখানে ভারত-নিউজিল্যান্ডের মতো দল খেলেছে মোটে ৩ ওয়ানডে। তাইতো উইজডেনের ঘোষিত বর্ষসেরা ওয়ানডে একাদশে সর্বোচ্চ তিনজন শ্রীলঙ্কার, নেই ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার।

একমাত্র বাংলাদেশি হিসেবে অবশ্য তালিকায় জায়গা করে নিয়েছেন তাসকিন আহমেদ। গেল বছর লাল-সবুজ জার্সিতে বল হাতে দারুণ ছন্দে ছিলেন এই তারকা। সাত ম্যাচে ৫.৩ ইকোনমিতে শিকার করেন ১৪ উইকেট।

শ্রীলঙ্কা থেকে এই একাদশে আছেন পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। গেল বছর ১১ ওয়ানডেতে ৩ সেঞ্চুরি আর ১ ফিফটিতে ৬৩.১ গড়ে ৬৯৪ রান করেন নিশাঙ্কা। পাল্লেকেলেতে আফগানিস্তানের বিপক্ষে ২১০ রানের ইনিংসও ছিল এই ব্যাটারের।

অপরদিকে, ১৭ ম্যাচে ৬ ফিফটি আর ১ সেঞ্চুরিতে ৫৩ গড়ে ৭৪২ রান করেছেন কুশল মেন্ডিস। ব্যাট হাতে ১০ ম্যাচে মাত্র ৮৭ রান করলেও ২৬ উইকেট শিকার করে তালিকায় জায়গা করে নিয়েছেন লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

গত বছর ১২ ম্যাচে ৫৬০ রান করা ক্যারিবিয়ান ক্যাসি কার্টির রয়েছে ৩ ফিফটি আর ১ সেঞ্চুরি। আরেক ক্যারিবীয় তারকা শারফেন রাদারফোর্ড ৯ ম্যাচে ১ সেঞ্চুরি আর ৪ ফিফটিতে ৪২৫ রান করে জায়গা করে নিয়েছেন এই তালিকায়।

৯ ম্যাচ খেলে ৩ সেঞ্চুরি ও এক ফিফটিতে ৫১৫ রান করে উইজডেনের ওয়ানডে একাদশে আছেন পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব। গড় ৬৪.৪! বল হাতে আছে ৫টি উইকেটও। ৬ ম্যাচে ১৫ উইকেট নিয়ে তারই সতীর্থ পাকিস্তানি তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি আছেন তালিকায়।

ব্যাটে-বলে দারুণ গত বছরটা দারুণ কেটেছে আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইর। ব্যাট হাতে ১ সেঞ্চুরি আর ৩ ফিফটিতে ১২ ইনিংসে করেছেন ৪১৭ রান। বল হাতে নিয়েছেন ১৭ উইকেট। আরেক তরুণ আফগান স্পিনার আল্লাহ গজনফারও ছিলেন দুর্দান্ত। ১১ ম্যাচে মাত্র ১৩ গড়ে শিকার করেছেন ২১ উইকেট। এরমধ্যে, বাংলাদেশের বিপক্ষে ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন।

একমাত্র ইংলিশ ক্রিকেটার হিসেবে তালিকায় জায়গা পাওয়া লিয়াম লিভিংস্টোন ২০২৪ খ্রিষ্টাব্দে ৮ ম্যাচে করেছেন ২৮৬ রান। অসাধারণ ১২৪ রানের একটি ইনিংসসহ আছে একটি ফিফটিও। বল হাতে এই স্পিনার ঝুলিতে পুরেছেন চারটি উইকেট।

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশ: সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফান রাদারফোর্ড, ভানিডু হাসরাঙ্গা, শাহীন শাহ আফ্রিদি, আল্লাহ গাজানফর ও তাসকিন আহমেদ।

জনপ্রিয়