চার মাস পর গোলের দেখা পেলেন এন্দ্রিক। দুই গোলে পিছিয়ে থেকেও সেল্টা ভিগোর দারুণ প্রত্যাবর্তনের পর অতিরিক্ত সময়ে তার জোড়া লক্ষ্যভেদে জিতেছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ৫-২ গোলে জিতে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে তারা।
দুই অর্ধে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে ২-০ তে এগিয়ে যায় রিয়াল। কিন্তু জোনাথন বাম্বা ও মার্কোস আলোনসোর শেষ দিকের গোলে ম্যাচ যায় অতিরিক্ত সময়ে।
পেনাল্টি শুটআউটের সম্ভাবনাও উঁকি দিচ্ছিল। তবে এন্দ্রিক সুপার সাবের ভূমিকায়। ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ানের জাদুতে ঘুরে দাঁড়ায় রিয়াল। তার জোড়া গোলের মাঝে জালে বল পাঠান ফেদেরিকো ভালভার্দে।
ম্যাচ শেষে এন্দ্রিক বলেছেন, ‘এটাই রিয়াল মাদ্রিদ। আমরা শেষ পর্যন্ত লড়াই করি, না জেতা পর্যন্ত। কখনও হাল ছাড়ি না, সবসময় লড়াই করি। এটা কঠিন ম্যাচ ছিল। কিন্তু আসল ব্যাপার হলো আমরা গোল করেছি এবং জিতেছি। জানতাম অতিরিক্ত সময়ে আমাদের আরও দৌড়াতে হবে, আরও বেশি কিছু করতে হবে। আমরা তিনটি খুব ভালো গোল করলাম। আমার জন্য গোলগুলো ছিল খুব গুরুত্বপূর্ণ। এমন খেলা আমি ভালোবাসি, বিশেষ করে এই স্টেডিয়ামে আমাদের ভক্তদের সামনে।’
২০২৫ খ্রিষ্টাব্দে সালে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল রিয়াল। স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হারের পর তাদের খেলোয়াড় ও কোচ কার্লো আনচেলত্তি ভক্তদের কাছে এদিন দুয়ো শুনেছেন। ভক্তদের হতাশা হঠাৎ আনন্দে রূপ নেয়। ৩৭তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বুলেট গতির শটে রিয়ালকে এগিয়ে নেন এমবাপ্পে। কিছুক্ষণ আগে সেল্টা ফরোয়ার্ড উইলিয়ট সুইডবার্গকে রিয়াল কিপার আন্দ্রি লুনিন ফাউল করলেও পেনাল্টি না দিয়ে বিতর্ক তোলেন রেফারি।