নতুন আরো একটি মৌসুমের জন্য আল নাসরে থেকে যাচ্ছেন ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাবটির আংশিক মালিকানাও হচ্ছে এই পর্তুগিজ যুবরাজের হস্তগত। এমন খবর জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা।
রোনালদোকে ধরে রাখতে ক্লাবের আংশিক মালিকানাসহ ১৮ কোটি ৩০ লাখ ইউরোর প্রস্তাব দেয়া হয় আল নাসরের পক্ষ থেকে। বাংলাদেশি মুদ্রায় যা ২ হাজার ২৯৫ কোটি টাকার সমান। প্রতি মাসে যেই অঙ্কটা দাঁড়ায় প্রায় ১৯১ কোটি টাকায়। ক্লাবের প্রতি রোনালদোর নিবেদন দেখে এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
শুধু বিশাল অঙ্কের অর্থই পাবেন না সিআরসেভেন, সৌদি ক্লাবটির আংশিক মালিকানাও (৫ শতাংশ) তার হস্তগত হচ্ছে। সংবাদমাধ্যম সেই চুক্তিকে বর্ণনা করছে ‘শতাব্দীর সেরা চুক্তি’ হিসেবে।
রোনালদোকে ধরে রাখতে তার বিশেষ একটি শর্তও মানতে হচ্ছে ক্লাবকে। দলের শক্তিমত্তা বাড়াতে নির্দিষ্ট কিছু ফুটবলার নিয়ে আসার কথা বলেছেন রোনালদো। এর মধ্যে ব্রাজিলের তারকা ফুটবলার কাসেমিরোর নামটি শোনা যাচ্ছে স্পষ্টভাবেই।
২০২২ খ্রিষ্টাব্দের কাতার বিশ্বকাপ শেষে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন একদা ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো ক্লাবের হয়ে খেলা সিআরসেভেন।