বিশ্বকাপ জয়ের মিশন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের। ট্রফি জিততে চাই-আগের দিনই হুংকার দিয়েছিলেন অধিনায়ক সুমাইয়া আক্তার। আজ মাঠে নেমে তারই ঝলক দেখাল বাংলাদেশের মেয়েরা। নেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ মিশন শুরু হলো জুনিয়র টাইগ্রেসদের।
মালয়েশিয়ায় ইউকেএম ক্রিকেট ওভালে অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপে নেপালকে ৫২ রানে অলআউট করলেও এরপর রান তুলতে বেশ বেগ পেলো বাংলাদেশ দল। ওই রান টপকাতে ১৩.২ ওভার খেলতে হয়েছে। হারিয়েছে ৫ উইকেট!