ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ , ৭ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

টানা তিন ম্যাচ হারলো সিলেট

খেলা

আমাদের র্বাতা ডেক্স

প্রকাশিত: ১৮:০০, ২০ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৯:৫৫, ২০ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

টানা তিন ম্যাচ হারলো সিলেট

সিলেট স্ট্রাইকার্স-ঢাকা ক্যাপিটালস ম্যাচের ঘটনাবহুল শেষ ওভার। সামিউল্লাহ শিনওয়ারির টানা ছক্কা আর চার, ফুলটসে আউট আরিফুল হক, পরের বলেও মোস্তাফিজুর রহমানের সাফল্য। শেষ বলে রুয়েল মিয়া চার মারলেও মিলল না সমীকরণ, থেকে গেল জয় থেকে ৬ রানের দুরত্ব।

ঢাকার দেয়া ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৯০ রানে আটকে গেল সিলেট। সব মিলিয়ে আসরে দ্বিতীয় জয় ঢাকার, সিলেট আবার হারল টানা তিন ম্যাচ।

হাতে পাঁচ উইকেট  সিলেট স্ট্রাইকার্সের জিততে প্রয়োজন ২৩ রান। মোস্তাফিজ শেষ ওভারটা শুরু করলেন সামিউল্লাহ শিনওয়ারির কাছে ছক্কা খেয়ে, পরের বলেও আসে চার। ব্যাটিং এপ্রোচ দেখে মনে হচ্ছিল সিলেট হয়তো জিতেও যেতে পারে, কারণ উইকেটে ছিলেন ১২ বলে ২৯ রানের ইনিংসে ঝড় বইয়ে দেয়া সিলেট অধিনায়ক আরিফুল। অবশ্য সেই আশায় গুড়েবালি সিলেটের। আরিফুল পারেননি দলকে জেতাতে। অবশ্য এর আগের ওভারে মুকিদুল ইসলাম মুগ্ধকে টানা তিন চার মেরে জাকের আলী অনিক জমিয়ে তুলেছিলেন ম্যাচটা।

রান তাড়ায় নেমে শুরুটা প্রত্যাশিত হয়নি সিলেটের। তবে রনি তালুকার আর অ্যারন জোঞ্চ তৈরি করে দিয়েছিলেন লড়াইয়ের মঞ্চ। ৫৬ বলে ৮০* রানের জুটিতে দলকে ভালোভাবেই রেখেছিলেন লড়াইয়ে।

জনপ্রিয়