ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ , ৮ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নারী বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

খেলা

প্রকাশিত: ১৩:৪৪, ২২ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

নারী বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার সঙ্গে আগের ম্যাচে কঠিন লড়াই করেও হার দেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। বুধবার অবশ্য স্কটিশদের সুযোগ দেয়নি তারা। এদিন স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ নারী দলকে ১৮ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সের নক-আউট পর্ব নিশ্চিত করেছে।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টে আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১২০ রান তোলে বাংলাদেশ। জবাবে শুরুতেই চাপে পড়ে স্কটল্যান্ড। ১৯ রানে ২ উইকেট হারানোর পর পিপা স্প্রাউল ও নিয়াম মুইর দলের হাল ধরেন। তৃতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়ার পর মুইরকে ফেরান হাবিবা ইসলাম পিংকি। এরপর বাকি ৩২ বলে ৫৩ রানের সমীকরণ মেলাতে পারেনি স্কটল্যান্ড। শেষ অব্দি নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা স্কটল্যান্ডের ইনিংস থামে ১০৩ রানে। দলে হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন স্প্রাউল। 

বাংলাদেশের হয়ে ৪ উইকেট শিকার করেছেন মোসাম্মৎ আনিসা আক্তার সোবা। একটি করে উইকেট পেয়েছেন পিংকি ও নিশিতা আকতার নিশি। স্কটল্যান্ডের কেলি, অ্যামি ব্যালডি হয়েছেন রানআউট। স্কটিশ ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে ম্যাচ সেরা হয়েছেন আনিসা আক্তার।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে অস্বস্তি নিয়ে ব্যাটিং করেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত অবশ্য স্কোরবোর্ডে ১২০ রান তুলতে পারেন তারা। ৩৬ বলে অপরাজিত ২৮ রান করেন অধিনায়ক সুমাইয়া আক্তার। এছড়া আফিয়া অসীমা ২১, জুরারিয়া ফেরদৌস ২০ আর ওপেনার ফাহমিদা ছোঁয়া ১৪ রান করেছেন। 

স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২টি করে উইকেট নেন নাঈমা শেখ আর মাইসি মাসেইরা।

জনপ্রিয়