ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ২২ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ইনজুরিতে অস্ট্রেলিয়ান ওপেন শেষ জোকোভিচের

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬:০৫, ২৪ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

ইনজুরিতে অস্ট্রেলিয়ান ওপেন শেষ জোকোভিচের

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে চোটের জন্য অ্যালেকজান্ডার জভেরেভের বিরুদ্ধে পুরো ম্যাচ খেলা সম্ভব হলো না জোকোভিচের। প্রথম সেটের পরেই ম্যাচ ছেড়ে দেন ২৪ গ্র্যান্ড স্লাম জয়ী তারকা। প্রথম সেটটা তিনি হেরে গিয়েছিলেন। ৭–৬ (‌৭–৫)‌ ব্যবধানে প্রথম সেটটা জিতে নেন জভেরেভ।

শুক্রবার (২৪ জানুয়ারি) সেমিফাইনালের প্রথম সেটটি চলে ১ ঘণ্টা ১৫ মিনিট। শেষ অবধি টাইব্রেকারে গিয়ে হার মানেন জোকোভিচ। তার পরেই ম্যাচ ছেড়ে দেন। কোর্ট ছেড়ে বেরিয়ে যান। এর ফলে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন জভেরেভ।

৩৭ বছরের জোকোভিচ যে পুরোপুরি সুস্থ নন, তা এবারের অস্ট্রেলিয়ান ওপেনের শুরু থেকেই বোঝা গিয়েছিল। কখনও ম্যাচ চলাকালীন ইনহেলার নিয়েছেন। কখনও কোর্টের পাশেই শুশ্রূষার ব্যবস্থা করতে হয়েছিল। কিন্তু তখন ম্যাচ ছাড়তে হয়নি। শ্বাসকষ্ট নিয়ে খেলেও ম্যাচ জিতেছিলেন।

উল্লেখ্য, ১০ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন জোকোভিচ। সেমিফাইনাল ম্যাচের আগে কুঁচকির চোট নিয়ে চিন্তায় ছিলেন এ সার্বিয়ান তারকা।

জনপ্রিয়