জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের ফুটবল ম্যাচ খেলা নিয়ে আপত্তি ও মাঠের টিনের বেড়া ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমারকে আহ্বায়ক করা হয়েছে। আর অন্য চারজনকে সদস্য করা হয়েছে। তারা হলেন- আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান ও আক্কেলপুরের ছাত্র প্রতিনিধি মাহফুজ আহমেদ।
জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ জানুয়ারি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে এলাকার বিক্ষুব্ধ মুসুল্লি, রাজনৈতিক ব্যক্তি ও মাদরাসার ছাত্ররা তিলকপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন।
এ ঘটনাটি দেশব্যাপী বেশ আলোচিত হয়। এ ঘটনায় জাতীয় নাগরিক কমিটি প্রতিবাদ জানিয়েছেন। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিবৃতি দিয়েছেন। এমনকি ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়েছে।