ঢাকা রোববার, ০৯ মার্চ ২০২৫ , ২৪ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারত

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭:৩১, ৩১ জানুয়ারি ২০২৫

আপডেট: ২২:১১, ৩১ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারত

ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ মেয়েদের বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। আগামী রোববারের ফাইনালে ভারতের মেয়েরা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার লড়াইয়ে প্রোটিয়া মেয়েরা। 

উদ্বোধনী আসরে দুর্দান্ত পারফর্ম করে ট্রফি জিতেছিল ভারত। এবারও ধারাবাহিকতা বজায় রেখেছে তারা। সেমিফাইনালে ইংল্য়ান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারায় ম্যান ইন ব্লুরা।

আজ (শুক্রবার) মালয়েশিয়ায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ওপেনার ডেভিনা পেরিনের। ৪০ বলে ৪৫ রান করেন। ইংলিশ অধিনায়ক ওবি এনগোরোভে ২৫ বলে ৩০ রান করেন। আর মাত্র একজনই দু-অঙ্কের রানে পৌঁছান। ৮ উইকেটে ১১৩ রানের পুঁজি গড়ে ইংল্যান্ড।

ভারতের পারুনিকা সিসোদিয়া, আয়ুষী শুক্লার পাশাপাশি বোলিংয়ে দাপুটে ছিলেন বৈষ্ণবী শর্মা। পারুনিকা ও বৈষ্ণবী তিনটি করে উইকেট নেন।
 টার্গেট তাড়ায় ৬০ রানের জুটি গড়েন ভারতের দুই ওপেনার কমলিনী ও গোঙ্গারি তৃষা। ২৯ বলে ৩৫ রানে ফেরেন তৃষা। কিপার ব্যাটার কমলিনী ৫০ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন। ১৫ ওভারে ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছায় ভারত।

এদিকে, প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৫ রান করে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি স্পিনার অ্যাশলে ভ্যান উইক ৪ উইকেট নেন।

রান তাড়ায় ১৮.১ ওভারেই লক্ষ্যে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেটের জয়ে ফাইনাল নিশ্চিত করে প্রোটিয়ারা।  

জনপ্রিয়