ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ১৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯:২০, ১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ০৯:৫৮, ১ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

ক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজে সফর করছে বাংলাদেশের মেয়েরা। তবে ফরম্যাটটিতে ২-১ ব্যবধানে সিরিজ হেরে তারা সেই সুযোগ আগেই হাতছাড়া করেছিল। ওয়ানডেতে একটি ম্যাচ জিতলেও, টি-টোয়েন্টিতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। আজ ‍(শনিবার) তৃতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটের হার দিয়ে তারা হোয়াইটওয়াশ নিশ্চিত করেছে।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কেই হয়েছে দুই ফরম্যাটের পুরো ৬ ম্যাচ। যেখানে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করা বাংলাদেশ নারী দল নির্ধারিত ২০ ওভারে ৮ ‍উইকেটে ১০৪ রান সংগ্রহ করে। এদিন বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়েছেন সফরকারী ব্যাটাররা। বিপরীতে বোলাররা লড়াইয়ের সম্ভাবনা জাগালেও সেটি টিকে ১৮.৩ ওভার পর্যন্ত। ৯ বল এবং ৫ উইকেট হাতে রেখেই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ জয় নিয়ে মাঠ ছাড়ে।

অসুস্থতায় ম্যাচটি খেলেননি ক্যারিবীয় অধিনায়ক হেইলি ম্যাথিউস। ফলে স্বাগতিকদের পক্ষে টস দিতে নামেন কারিশমা রামহারাক। টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েরা দেখেশুনে শুরু করলেও ২৪ রানে ওপেনার মুর্শিদা খাতুনকে (১২ বলে ১৩) হারায়। আরেক ওপেনার দিলারা আক্তারও ঝড়ের আভাস দিয়ে ফেরেন ১৬ বলে ২১ রান করে। এরপর নিয়মিত বিরতিতে আউট হয়েছেন শারমিন আক্তার (৬), তাজ নেহার (১০) ও লতা মন্ডলরা (৫)। উইকেট হারানোর মিছিলে অধিনায়ক জ্যোতি যেমন যোগ্য পাননি, তেমনি রানের গতিও খুব একটা বাড়াতে পারেননি। খেলেছেন ৪৩ বলে ৩৩ রানের এক ধীরগতির ইনিংস।

বাংলাদেশ অধিনায়ক ছাড়া আর কেউ বলার মতো রান করতে পারেননি। ফলে ২০ ওভারে তাদের পুঁজি দাঁড়ায় সর্বসাকুল্যে ১০৪ রান। বিপরীতে ক্যারিবীয় দলের পক্ষে জ্যানেলিয়া গ্লাসগো সর্বোচ্চ ৩ এবং জেইদা জেমস, অ্যাশমেনি মুনিসার ও অ্যাফি ফ্লেচার ১টি করে উইকেট নেন।

ছোট পুঁজি নিয়েও লড়াইয়ের সাহস দেখিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। দলীয় ২৬ রানেই তারা স্বাগতিকদের দুটি উইকেট তুলে নেয়। ৭ রানে নেরিসা ক্র্যাপ্টনকে (৫) বোল্ড করেছেন সুলতানা খাতুন। ফাহিমা খাতুনের বলে ব্যক্তিগত ১০ রানে আরেক ওপেনার জেনাবা জোসেফও আউট হয়েছেন। লক্ষ্য ছোট হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের ছোট ছোট জুটিই যথেষ্ট ছিল। উইকেট হারালেও তারা সেটা পূর্ণ করতে পেরেছে। দিয়েন্দ্রা দোটিন ১০ রান করে আউট হলেও, ক্যারিবীয় নারী দলের হয়ে দ্বিতীয় কোনো ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০০ রান পূর্ণ করেছেন।

স্বাগতিকদের জয়টা এসেছে গ্লাসগো ও সাবিকা গজনবির ব্যাটে। গ্লাসগো’র ২৫ এবং গজনবির ২৭ রানের পর শেষদিকে ১৪ রান করে ওয়েস্ট ইন্ডিজের জয় তুলে নেন জেইদা জেমস। বিপরীতে বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন সুলতানা ও ফাহিমা। রাবেয়া খান নেন ১ উইকেট। ক্যারিবীয় সিরিজে একটি ওয়ানডে জয়ই সান্ত্বনা হিসেবে থাকল বাংলাদেশ নারী দলের।

জনপ্রিয়