ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ২২ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

রিয়ালের আরো কাছে বার্সেলোনা

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১:৪০, ৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১২:১৫, ৩ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

রিয়ালের আরো কাছে বার্সেলোনা

লা লিগায় আলাভেসের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। যেখানে অবনমন অঞ্চলের দলটিকে ১-০ গোলে হারিয়েছে কাতালনরা। এতে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে কমেছে বার্সেলোনার। এস্পানিওলের বিপক্ষে হেরে যাওয়ায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে ব্যবধান এখন ৪ পয়েন্ট।

রোববার (২ ফেব্রুয়ারি) অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। লামিনে ইয়ামাল নিজেদের অর্ধ থেকে এগিয়ে প্রতিপক্ষের চার-পাঁচ জন খেলোয়াড়ের বাধা এড়িয়ে পাস দেন বাঁ দিকে। তবে রাফিনিয়ার শট যায় বাইরে।

পরের মিনিটে একে অপরের সঙ্গে সংঘর্ষে আঘাত পান বার্সেলোনার গাভিন ও আলাভেসের তমাস কোনেচেনি। খেলা বন্ধ থাকে লম্বা সময়। স্ট্রেচারে বাইরে নেওয়া হয় কোনেচেনিকে। গাভি উঠে দাঁড়িয়ে আবার খেলতে চাইলেও তার বদলি নামানো হয় ফের্মিন লোপেসকে।

৩০তম মিনিটে আরেকটি সুযোগ পায় বার্সেলোনা। তবে বক্সের ভেতর থেকে ঠিকমতো শট নিতে পারেননি লেভানদোভস্কি। ৪৩তম মিনিটে বক্সের বাইরে থেকে পেদ্রির শট ঠেকান গোলরক্ষক। এতে গোল শূন্য থেকে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও আক্রমণ শাণাতে থাকে বার্সেলানা। ৬১ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় এস্তাদি অলিম্পিক লুইস স্টেডিয়ামের দর্শকরা। কর্নার থেকে আসা বল ৬ গজের বক্সের ভেতর পেয়ে গোল করতে ভুল করেননি লেওয়ানডস্কি। এই গোলেই পূর্ণ ৩ পয়েন্ট পায় বার্সা।

ইয়ামালকে ব্যবধান দ্বিগুণ করতে দেননি আলাভেজের গোলরক্ষক হেসুস ওনা। স্প্যানিশ তরুণের শট ঝাপিয়ে পড়ে রুখে দেন তিনি। ফলে লড়াইয়ে টিকে থাকে আলাভেজ।

৮৭ মিনিটে গোলের একটি সুযোগ তৈরি করেও আলাভেজ। কিন্তু সান্টিয়াগো মরিনোর শট চলে যায় বার্সার গোলবারের বাইরে দিয়ে। শেষ বাঁশির আগে সফরকারীদের আর সমতায় ফেরা হয়নি। গেল ডিসেম্বরে এডওয়ার্ডো কোডেটের দায়িত্ব নেওয়ার দুটি লিগ ম্যাচে হারলো আলাভেজ।

এতে ২২ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ দুইয়ে ও ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। আর ২২ ম্যাচে ১১ হারের স্বাদ পাওয়া আলাভেস ২১ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে আছে।

জনপ্রিয়