ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ২২ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নারী ক্রিকেট দলের কোচের পদ ছাড়লেন তিলকরত্নে

খেলা

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৪:৩৬, ৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:২৩, ৫ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

নারী ক্রিকেট দলের কোচের পদ ছাড়লেন তিলকরত্নে

উইন্ডিজ সফরের ধাক্কার রেশ সামলে উঠতে না উঠতেই আবারো দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাসান তিলকারত্নে। এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই লঙ্কান কোচ।

দায়িত্ব ছাড়ার বিষয়টি মঙ্গলবার রাতে গণ্যমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন তিলকরত্নে। ইতোমধ্যে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিজের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন, 'আমি (প্রধান কোচের) পদ থেকে সরে দাঁড়িয়েছি।'

শ্রীলঙ্কার জার্সিতে ৮৩ টেস্ট ও ২০০ ওয়ানডে খেলা তিলকরত্নের সঙ্গে বিসিবির প্রাথমিক চুক্তি ছিল দুই বছরের। যদিও বাংলাদেশ দলের সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত তিনি দায়িত্ব চালিয়ে যান। তবে সেই অভিজ্ঞতা সুখকর হয়নি তিলকরত্নের জন্য। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ এবং টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হেরে যায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।

ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারলে ভারতের মাটিতে আগামী আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করত বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে জিতলেও প্রথম ও তৃতীয়টিতে হেরে যায় টাইগ্রেসরা। ফলে বাছাই পর্বের বাধা ডিঙ্গিয়েই মূল পর্বের টিকিট কাটতে হবে তাদের।

জনপ্রিয়