পাকিস্তানে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের আম্পায়ার প্যানেলের নাম জানিয়েছে আইসিসি। যার মধ্যে ১২ জন আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ভারতে হওয়া গত বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন তিনি।
শুরুতে পাকিস্তানে পুরো টুর্নামেন্টটি হওয়ার কথা থাকলেও ভারতের আপত্তিতে শেষ পর্যন্ত তাদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতকে যুক্ত করে হাইব্রিড মডেলে হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। মোট চারটি ভেন্যুতে হবে মাঠের লড়াই। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে আসরটি।
এদিন নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে ম্যাচ অফিসিয়ালদের তালিকায় ১২ জন আম্পায়ার ও তিনজন ম্যাচ রেফারির নাম জানায় আইসিসি। এই আম্পায়ারদের ছয়জন দায়িত্ব পালন করেছিলেন সবশেষ ২০১৭ খ্রিষ্টাব্দের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও।
১০৮টি ওয়ানডে পরিচালনা করা অভিজ্ঞ রিচার্ড কেটেলবোরোর সঙ্গে ২০১৭ খ্রিষ্টাব্দের আসরে দায়িত্ব পালন করা ক্রিস গাফানি, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়ার্থ, পল রাইফেল এবং রড টাকার রয়েছেন তালিকায়। এরা সবাই এমিরেটস আইসিসি এলিট প্যানেল অব আম্পায়ার্সের সদস্য।
২০২৩ খ্রিষ্টাব্দের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে একসঙ্গে দায়িত্ব পালন করা কেটেলবোরো ও ইলিংওয়ার্থের সঙ্গে এবার যোগ দিচ্ছেন মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, আহসান রাজা, শরফুদ্দৌলা ইবনে শহীদ, অ্যালেক্স ওয়ার্ফ এবং জোয়েল উইলসন— যারা সবাই ভারতের বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন।
এমিরেটস আইসিসি এলিট প্যানেল অব ম্যাচ রেফারিদের তিন সদস্যের দলটি গঠন করেছেন ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ড্রু পাইক্রফট। এরমধ্যে বুন ২০১৭ খ্রিষ্টাব্দের ফাইনালের রেফারি ছিলেন, আর পাইক্রফটও সেই আসরে দায়িত্ব পালন করেছিলেন। মাদুগালে ২০১৩ খ্রিষ্টাব্দের ফাইনালে রেফারির দায়িত্ব পালনের পর এবার আবারও ফিরছেন।
আম্পায়ার: কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানে, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরো, আহসান রাজা, পল রেইফেল, শরফুদ্দৌলা ইবনে শহীদ, রড টাকার, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন।
ম্যাচ রেফারি: ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ডি পাইক্রফট।