ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ২৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বিপিএল ফাইনালে টস জিতে বোলিংয়ে বরিশাল

খেলা

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৭:৪৩, ৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৪৬, ৭ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

বিপিএল ফাইনালে টস জিতে বোলিংয়ে বরিশাল

বিপিএলের ফাইনালে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। শুরুতে ব্যাটিং করবে চট্টগ্রাম কিংস। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ফাইনাল শুরু হওয়ায় দ্বিতীয় ইনিংসের সময় শিশিরের প্রভাব থাকবে বেশি। যে কারণে তামিমের জন্য শুরুতে বোলিংয়ের নেয়া সহজ সিদ্ধান্ত ছিল তামিমদের জন্য। তবে এই ম্যাচে নেই জেমি নিশাম। আগের ম্যাচের একাদশ নিয়েই খেলছে বরিশাল।

চলমান বিপিএল দিয়ে প্রায় ১০ বছর পর টুর্নামেন্টে ফিরেছে চিটাগং। এর আগে বিপিএলের প্রথম দুই আসরে খেলেছিল ফ্র্যাঞ্চাইজিটি। ২০১৩ খ্রিষ্টাব্দে দ্বিতীয় আসরের ফাইনালে উঠেছিল তারা। কিন্তু তাদের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে ৫২ রানে হেরেছিল তারা। ১১ বছর পর ফিরে একেবারে ফেলে দেওয়ার মতো কখনোই ছিল না তারা। পুরো আসর জুড়ে ছন্দময় ক্রিকেট খেলে ফাইনালে উঠেছে চিটাগং।

ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামে ফরচুন বরিশাল। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন তারা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে গত বিপিএলে প্রথমবারের মতো সেরার তকমা গায়ে মাখে বরিশাল। এর আগে একবার কুমিল্লার কাছেই ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয় বরিশালের। এবারও দল গড়েছে সেরা হতেই। তাদের পক্ষে বাজি ধরার লোকের অভাব নেই। নিজেদের সক্ষমতা পুরো আসরে প্রমাণ করে পঞ্চমবার ফাইনালে উঠেছে বরিশাল।

জনপ্রিয়