![ফাইনালে ব্যাট হাতে দারুণ শুরু চিটাগংয়ের ফাইনালে ব্যাট হাতে দারুণ শুরু চিটাগংয়ের](https://www.amaderbarta.net/media/imgAll/2023November/Great-start-from-Chittagong-2502071246.jpg)
বিপিএলের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে চিটাগাং কিংস। টস হেরে ব্যাট করতে নেমে চিটাগাংকে ভালো শুরু এনে দিয়েছেন দুই ওপেনার খাজা নাফি ও পারভেজ হোসেন ইমন। তাদের ব্যাটে ৯ ওভার শেষে বিনা উইকেটে ৮২ রান সংগ্রহ করেছে চিটাগাং।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চিটাগাংকে ব্যাটিংয়ে পাঠান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। শুরু থেকেই আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন পারভেজ ইমন। বরিশালের বোলারদের ওপর চড়াও হন তিনি।
অন্যদিকে কিছুটা দেখেশুনে খেলতে থাকেন নাফি। ২৬ বলে ৪৭ রানে অপরাজিত আছেন পারভেজ ইমন। আর ২৮ বলে ৩২ রানে অপরাজিত আছেন নাফি।